আন্দোলন ভিন্নখাতে ঘুরিয়ে দিতেই জিয়া পরিবার নিয়ে মন্তব্য: মির্জা আব্বাস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে চলমান আন্দোলন সরকার সহ্য করতে পারছে না। জনগণের দৃষ্টি সরাতে, আন্দোলনের ইস্যু অন্যদিকে ঘুরিয়ে দিতে জিয়াউর রহমানের পরিবার নিয়ে কথা বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে দলের অনুসারী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মির্জা আব্বাস বলেন, ‘সরকার আমাদের দৃষ্টি, মুখের কথাবার্তা অন্যদিকে সরিয়ে দিতে চায়। আমাদের দৃষ্টি একটাই–দেশনেত্রীর সুচিকিৎসা, দেশনেত্রীর মুক্তি।’
খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও মনে করেন তিনি। মির্জা আব্বাস অভিযোগ করেন, ‘সরকার চায় বিএনপির ওপর অত্যাচার করতে হবে, বিএনপিকে ধ্বংস করতে হবে। সুতরাং তারা মনে করে, একমাত্র খালেদা জিয়াকে ধ্বংস করতে পারলেই বিএনপি ধ্বংস হবে। জিয়ার পরিবার নিয়ে, খালেদা জিয়ার পরিবারের একটি শিশু বাচ্চাকে নিয়ে কথা বলছে এই সরকারের মন্ত্রীরা।’
তিনি আরও বলেন, ‘রাস্তা থেকে ধরে এনে মন্ত্রী বানিয়ে দেবেন, দেশের লোকেরা মান্য করবে, এটা ভাবার দরকার নাই। আমরা বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার সুসন্তান। এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মুমুর্ষূ মানুষকে নিয়ে কথা বলেন তারা কখনোই সভ্য মায়ের সভ্য সন্তান নয়।’
মির্জা আব্বাস বলেন, ‘এই নেত্রী দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, বেগম জিয়া সংসদীয় গণতন্ত্র দিয়েছেন, দেশের উন্নয়নে কাজ করেছেন, মানুষের কথা বলার অধিকার দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমরা তার কল্যাণে মন্ত্রী-এমপি হয়েছি। তার নাম নিয়ে, তার দলের পতাকা নিয়ে আমরা নির্বাচনে পাস করেছি। এবার আমাদের দেওয়ার পালা, নেওয়ার নয়। তাকে এখন দেওয়ার চেষ্টা করব।’
উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, সাবেক জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার জাকির হোসেন, শাহে আলম, আবু সাইদ চাঁন, দেওয়ান শফিকুজ্জামান, তমিজ উদ্দিন, কফিল উদ্দিন, দিলদার হোসেন, জাফর ইকবাল হিরন, আমিনুল ইসলাম বাদশা, সরকার বাদল, মোর্শেদ মিল্টন, মশিউর রহমান, নবী নেওয়াজ খান, জয়নাল আবেদিন, আতাউর রহমান আতা, আসিক চৌধুরী প্রমুখ।
এমইউএ/এসএ/