নির্বাচন কমিশন আইন শেখ হাসিনার মাস্টারপ্ল্যান
নির্বাচন কমিশন গঠনে আইনকে শেখ হাসিনার মাস্টারপ্ল্যান বলে অভিহিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, 'আপনারা (সরকার) নির্বাচন কমিশন গঠনের যে আইন করেছেন তা ১৯৭২ সালের সংবিধানে বলা ছিল, কীভাবে নির্বাচন কমিশন গঠন করা হবে। আইনের একটা নির্দেশনা ছিল। সেটাই আপনারা করেছেন।'
'মানুষ কী বলে জানেন? আগামী সংসদ নির্বাচন কারসাজি করার জন্য এটা একটা মাস্টারপ্ল্যান। এটা কোনো আইন নয়। এটা শেখ হাসিনা মাস্টার প্ল্যান। আওয়ামী লীগের চেতনার লোকজনকেই নির্বাচন কমিশন করা হচ্ছে। যে সার্চ কমিটি গঠন হচ্ছে তারাও আওয়ামী চেতনার লোক। এর আগে ১৫৩ জন বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছিল তারা তারপরে দিনের ভোট ভোররাতে করেছিল। সামনেও ওই ধরনের ভোট করার চিন্তা ভাবনা থেকেই তারাই মাস্টার প্ল্যান করছে।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রেখে রিজভী বলেন, 'মূল ধারার রাজনীতি কী ১০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা?
মঙ্গলবার(১ ফেব্রয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক দায়িত্ব বণ্টন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটা বক্তব্য শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। তিনি (ওবায়দুল কাদের) বলেছেন বিএনপি মূল ধারার রাজনীতি থেকে সরে গেছে।
ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, মূল ধারার রাজনীতি কি? ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা? কানাডায় বেগমপাড়া বানানো? দুর্নীতি লুটপাট করা? বিরোধী দল ও মতের লোকদের গুম করা নিরুদ্দেশ করা? বিরোধী দলের তরুণ প্রজন্মদেরকে গুম করা? ভোট ডাকাতি করা? দিনের ভোট রাতের করা? বিএনপি ওই রাজনীতি বিশ্বাস করে না।
রিজভী বলেন, আপনাদের (ওবায়দুল কাদের) রেখা আর আমাদের রেখা যদি সমান্তারাল ভাবে ধরি আমাদের রেখাটা হবে উপরে আপনাদেরটা সমান্তরাল হবে নিচে দিকে। আপনারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে সর্বপ্রথম গণতন্ত্রকে হত্যা করেছেন। আর আপনারা বলেন মূল ধারার রাজনীতি। আপনাদের মূল ধারার রাজনীতি তো হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। জনগণকে কথা বলতে না দেওয়া। সংবাদমাধ্যমের গলা টিপে ধরা এটা হচ্ছে আপনাদের রাজনীতি। এটা হচ্ছে আপনাদের মূল ধারার রাজনীতি।
রিজভী বলেন, 'আমাদের রাজনীতি হচ্ছে গণতন্ত্রের সব বন্ধ দরজা খুলে দেওয়া এটাই করেছেন জিয়াউর রহমান ও তার সহধর্মিণী খালেদা জিয়া। আপনারা বারবার গণতন্ত্রের দরজায় তালা মেরেছেন, আর সেই তালা ভেঙেছে বিএনপি। সুতরাং আপনাদের সঙ্গে আমাদের তো পার্থক্য হবেই।'
তিনি বলেন, 'আপনারা হত্যা ও ঘাতকদের সংকীর্ণ পথ দিয়ে হেঁটে যান। আমরা শান্তির প্রশস্ত পথ দিয়ে হেঁটে যাই। তাই আমরা জনগণের ভোটে দিনের ভোটে বিশ্বাস করি। আর আপনারা রাতের ভোটে জনগণ বিহীন ভোটকেন্দ্রে বিশ্বাস করেন। গুম খুন বিরোধী দলের নেতাদের নির্যাতন গুম করা বিশ্বাস করে ন। তাই ওবায়দুল কাদের সাহেব আপনাদের সঙ্গে আমাদের বিস্তর পার্থক্য রয়েছে।'
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, জনগণের একটা শক্তি আছে। সেই শক্তি যখন বিস্ফোরিত হবে তখন কোন ট্যাঙ্ক, কোন বন্দুক,কোন কামান, কোন আইন-শৃঙ্খলা বাহিনী কোনো কিছুই কাজে আসবে না।'
অনুষ্ঠানে কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
এমএইচ/