খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে: ফখরুল
মানববন্ধনে মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা না দিয়ে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, পুরনো পরিত্যাক্ত কারাগারে রেখেই তাকে অসুস্থ বানিয়ে দিয়েছে সরকার।
রবিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ করেন তিনি। মানববন্ধনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।
মির্জা ফখরুল বলেন, যে মামলায় দেশনেত্রীকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে সেটি একটা সাজানো মামলা। সম্পূর্নভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করে তাকে সাজা দেওয়া হয়েছে।
খালেদ জিয়াকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে মহাসচিব আরও বলেন, গণতন্ত্র এবং বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ করার জন্য সরকার তাকে হত্যা করতে চায়।
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, 'নিজেদের জন্য খালেদা জিয়াকে মুক্ত করুন। না হয় পালানোর সুযোগ পাবেন না। প্রমাণ করুন খালেদা জিয়াকে আপনারা অসুস্থ বানাননি। আর তাকে মুক্ত না করলে রাস্তায় মানুষ ঠেকাতে পারবেন না।'
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে চিকিৎসার জন্য গত ৯ দিন ধরে আমরা সভা-সমাবেশ করছি। এ বিক্ষোভের মধ্যে দিয়ে আবারও আহ্বান জানাচ্ছি, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক।
বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার মেডিক্যাল বোর্ডের সদস্যরা বলছেন, দ্রুত উন্নত চিকিৎসার জন্য আমেরিকা, যুক্তরাজ্য কিংবা জার্মানিতে না নেওয়া হয় তার জীবন রক্ষা করা মুশকিল হয়ে পড়বে।
এমইউএ/টিটি