৪৫ বছরে পা দিয়েও গৌরব হারাতে বসেছে ছাত্রদল!
বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদেল এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার (১ জানুয়ারি)। ১৯৭৯ সালের ১ জানুয়ারি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
প্রতিষ্ঠার ৪৫ বছরে এসে ছাত্রদলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আন্দোলন সংগ্রামে নিজেদের জানান দেওয়া।
বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদল নব্বইয়ের গণঅভুত্থ্যানে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখলেও সেই সংগঠনকে এখন আর আগের ভূমিকায় দেখা যাচ্ছে না। অতীতে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় থাকলেও এখন আর তেমন ভূমিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না ছাত্রদলকে। দীর্ঘদিন কমিটি পুনর্গঠন ও হালনাগাদ না করা এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে নেতৃত্বের বিকাশ ঘটাতে পারছে না ছাত্রদল।
ছাত্রদলের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর। তাতে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ছাত্রদলের এমন করুণ অবস্থার জন্য দায়ী সংগঠনটির অভ্যন্তরে নানামুখী সংকট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের খোকন-শ্যামলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে কাউন্সিল ছাড়াই গত বছরের ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন। তাতে মাত্র পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আগের কমিটির সিনিয়র সহসভাপতি শ্রাবণ ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রাশেদ ইকবাল খান, রাকিবুল ইসলাম রাকিব (ঢাবির সাবেক আহ্বায়ক) ও আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে দায়িত্ব দেওয়া হয়। ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ৩০২ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে ছাত্রদল। বর্তমান পূর্ণাঙ্গ কমিটিতে ২৩ জনকে সহ-সভাপতি, ৮২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৬২ জনকে সহ-সাধারণ সম্পাদক, ৩৮ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর সদস্য ৭৩ জন এবং সাধারণ সদস্য করা হয়েছে ১৯ জনকে।
এদিকে ছাত্রদলের বিভিন্ন কমিটিতে বরিশাল অঞ্চলকে প্রাধান্য দেওয়া প্রসঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঢাকাপ্রকাশ-কে বলেন, নেতৃত্বে প্রতিযোগিতা আছে, দলের জন্য নিবেদিত ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। কাজেই নেতৃত্ব নির্বাচনে কার বাড়ি কোন অঞ্চলে তা বিবেচনা করা হয় না। যোগ্যদের অবমূল্যায়ন করে অযোগ্যদের মূল্যায়ন করা হয়েছে এই ধরনের অভিযোগ সত্য নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন নয়। সারাদেশেই নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে জাতীয়তাবাদী শক্তিকে সরব থাকতে হচ্ছে। নেতৃত্বে আসার পর থেকেই ছাত্রদল সবসময়ই বিশ্ববিদ্যালয় বিশেষ করে সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি আদায়ে ক্যাম্পাসমুখী কর্মসূচিতে সক্রিয় থাকার চেষ্টা করছি। যখন চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে তখন ছাত্রদল বসে থাকবে না। ছাত্রদল যেকোনো মূল্যে আন্দোলনের অগ্রপথে থাকবে।
সাইফ মাহমুদ জুয়েল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার হয়ে যে সকল সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সম্মান জানাতে দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের পরিবারকে শ্রদ্ধা স্মারক দিচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
সকাল ১০টায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামীকাল ছাত্রদলের প্রত্যেকটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করবে।
ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল কর্মসূচি উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন।
এনএইচবি/