ত্যাগ স্বীকার করেই সামনে এগিয়ে যেতে হবে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে কোথায় কি বলল তা না ভেবে, কেউ বলছেন খেলা হবে। আমরা আমাদের লক্ষ্যে অটুট থাকব। এইবার বিজয় অর্জন করতেই হবে এর কোনো বিকল্প নেই।
বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদি বিএনপি (মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির) উদ্যোগে আব্দুল হামিদ খান ভাষানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, আশার কথা হচ্ছে চলমান বিভাগীয় সমাবেশগুলোতে যেভাবে সর্বস্তরের মানুষ যোগ দিচ্ছেন, তারা খেয়ে না খেয়ে খোলা আকাশের নিচে দিনরাত অতিবাহিত করে সমাবেশ সফল করছেন। আমরা যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারি তাহলে তা শুধু আমাদের জন্য নয় গোটা বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য শুভময় হবে। দেশের মানুষকে ফ্যাসিবাদী সরকারের হাত থেকে বাঁচতে পারবে।
আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, এরা এতটাই কাপুরুষ আমাদের শান্তিপূর্ণ সমাবেশগুলোর মধ্যেই ৫০০ এর অধিক নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলা দিচ্ছে। এত ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেও রুখতে কি পেরেছে? এতে করে রুখা যাবে না। আমরা কঠিন সময় অতিক্রম করছি, এই লড়াই সংগ্রামে আগ্নেয়গিরির মধ্যে দিয়ে মানুষ যেভাবে ফুঁসে উঠছে, তাতে আমাদের জয়ী হতে হবে, বিজয় হবেই।
রাজনীতি বদলে গেছে, রাজনীতির নষ্ট সময় চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, চলমান রাজনীতির নষ্ট সময়ে আমরা যদি মওলানা ভাসানীর ত্যাগের কথা অনুসরণ করি তাহলে কিছুটা হলেও এগিয়ে যেতে পারি। কারণ ত্যাগ স্বীকার করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে, বাংলাদেশকে বাঁচাতে হবে। অনির্বাচিত সরকার গত ১৪ বছরে বাংলাদেশের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে, একে নতুন করে নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের অত্যন্ত জরুরি লক্ষ্যে পৌঁছাতে, আপস না করে এগিয়ে যেতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
এমএইচ/আরএ/