তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই অনির্বাচিত কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা এবং এই দেশের মানুষ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রথম দফায় নীতিগতভাবে একমত হতে আলোচনা করেছিলাম। একমত হওয়ার পর দ্বিতীয় দফায় এখন আমরা আলোচনা করছি আন্দোলনটা অর্থাৎ জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য যে যুগপৎ আন্দোলন সেই আন্দোলনে যে দফা বা দাবিগুলো থাকবে সেই দাবিনামায় আমরা একমত হতে চাই।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘দাবিনামায় প্রধান দাবি এই সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। সংসদ বিলুপ্ত করে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তার অধীনে নতুন করে একটি নির্বাচন কমিশন গঠন করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যার মাধ্যমে দেশে নতুন সংসদ নতুন সরকার গঠিত হবে। আমরা একটা বিষয়ে সবাই নিশ্চিত যে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। আমরা একমত হয়েছি গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এই ব্যাপারে একমত হয়েছি। জ্বালানি তেলের দামসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে একমত হয়েছি। এইভাবে অনেক বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। দাবিগুলোর ভিত্তিতে সবাই যখন একমত হব তখন যুগপৎ আন্দোলন গড়ে তুলব। পরবর্তীতে আন্দোলনের ধারা বলে দিবে আন্দোলনের ধরণ কৌশল কি হবে।’
১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংবিধান আইনের আলোকে এবারো আন্দোলন শুরু করলেই তত্ত্বাবধায়ক সরকারের রুপরেখা তুলে ধরা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘যুগপৎ আন্দোলনের জন্য যে সমস্ত দাবি আছে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং ন্যাশনাল পিপলস পার্টি একমত হয়েছে। সর্বপরি প্রথম দাবি হচ্ছে এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত ন্যাশনাল পিপলস পার্টি যুগপৎ আন্দোলনে মাঠে থাকবে। এই সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরব।
এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এমএইচ/আরএ/