মূল্যবোধ প্রতিষ্ঠায় অসুরকে পরাজিত করব: মির্জা ফখরুল
মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অসুরকে পরাজিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ সব সময়েই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে কাজ করেছি। ১৯৭১ সালে আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করি; সেই যুদ্ধের সময় হিন্দু,মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একযোগে এই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, মানুষের অধিকার রক্ষার রাষ্ট্র নির্মাণ করতে যুদ্ধ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে স্বাধীনতার ৫০ বছর পরে আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা থেকে বঞ্চিত হচ্ছি।’
মঙ্গলবার (৪ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার মির্জাপুরে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আওয়ামী লীগের এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের গণতন্ত্র, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে কাজ করেছে। তারা গত কয়েক বছরে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে দুর্ভাগ্যজনক গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে।’
লক্ষ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে আজকে শারদীয় দুর্গাউৎসব উৎযাপন হচ্ছে, যোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল। আবির্ভাব হয়েছিল অন্যায়-অসুন্দরকে পরাজিত করে ন্যায়-সত্যকে প্রতিষ্ঠা করতে; সেই সঙ্গে সুন্দর পৃথিবী গড়ে তুলতে তিনি আর্বিভূত হয়েছিলেন।’
তিনি বলেন, ‘আজকে এই দিনে যখন আমরা নির্যাতিত হচ্ছি, যখন একটা দানব সরকার দেশের সকল মানুষকে নির্যাতন করছে। তারপরও এই উৎসবে আমরা শপথ নেব আগামী দিনে এই অসুরকে পরাজিত করে সত্যিকার অর্থেই সত্য, ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করব।’
এম এইচ/এমএমএ/