গণ-আন্দোলনের দফা নিয়ে আমরা একমত: মির্জা ফখরুল
গণ-আন্দোলনের দফাগুলো নির্ধারণে সংলাপ, আলোচনা শুরু করা হয়েছে এবং এই দফাগুলোর বিষয়ে বিএনপি একমত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আজকের আবহাওয়া অত্যন্ত মনোরম। এর মধ্যে আমি দৃষ্টিতে আনতে চাই যে অবৈধ, অনির্বাচিত সরকার অপসারণের জন্য আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে যে যুগপৎ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফায় কথা বলেছি। এখন আমরা গতকাল থেকে গণ-আন্দোলনের দফাগুলো নির্ধারণে সংলাপ আলোচনা শুরু করেছি।’
সোমবার (৩ অক্টোবর) খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমরা মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেছি। এই আলোচনার মূল বিষয় ছিল আন্দোলনের দাবিগুলো নির্ধারণ করা। যে সমস্ত দাবিগুলো কমন তা হচ্ছে-খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক কারণে যারা বন্দি আছেন তাদের মুক্তি, ৩৫ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল করতে হবে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বতীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নির্বাচনকালীন সরকারের অধীনে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ সেই নির্বাচনে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।’
তিনি বলেন, ‘আমরা গণ-আন্দোলনের দফা নিয়ে একমত হয়েছি। আলোচনা শেষ করে অবশ্যই ঐক্যবদ্ধ যুগপৎ আন্দোলন শুরু করব।’
যুগপৎ আন্দোলনের মূল নেতৃত্বেকে থাকবেন, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা আন্দোলন করব, এর আগেও আমরা ঘোষণা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের (বিএনপির) নেতা।’
প্রধানমন্ত্রীর আমেরিকা সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে কোনো মন্তব্য করব না, এই প্রসঙ্গ ছাড়া অন্য কোনো প্রসঙ্গে আমি আলোচনা করব। আজকের বিষয়টাকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এটাকে সামনে রাখেন ফোকাস করেন, দ্যাট ইজ গুড এভরিবডি’।
এমএইচ/এমএমএ/