শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

গণ-আন্দোলনের দফা নিয়ে আমরা একমত: মির্জা ফখরুল

গণ-আন্দোলনের দফাগুলো নির্ধারণে সংলাপ, আলোচনা শুরু করা হয়েছে এবং এই দফাগুলোর বিষয়ে বিএনপি একমত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আজকের আবহাওয়া অত্যন্ত মনোরম। এর মধ্যে আমি দৃষ্টিতে আনতে চাই যে অবৈধ, অনির্বাচিত সরকার অপসারণের জন্য আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে যে যুগপৎ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফায় কথা বলেছি। এখন আমরা গতকাল থেকে গণ-আন্দোলনের দফাগুলো নির্ধারণে সংলাপ আলোচনা শুরু করেছি।’

সোমবার (৩ অক্টোবর) খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমরা মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেছি। এই আলোচনার মূল বিষয় ছিল আন্দোলনের দাবিগুলো নির্ধারণ করা। যে সমস্ত দাবিগুলো কমন তা হচ্ছে-খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক কারণে যারা বন্দি আছেন তাদের মুক্তি, ৩৫ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল করতে হবে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বতীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নির্বাচনকালীন সরকারের অধীনে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ সেই নির্বাচনে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।’

তিনি বলেন, ‘আমরা গণ-আন্দোলনের দফা নিয়ে একমত হয়েছি। আলোচনা শেষ করে অবশ্যই ঐক্যবদ্ধ যুগপৎ আন্দোলন শুরু করব।’

যুগপৎ আন্দোলনের মূল নেতৃত্বেকে থাকবেন, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা আন্দোলন করব, এর আগেও আমরা ঘোষণা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের (বিএনপির) নেতা।’

প্রধানমন্ত্রীর আমেরিকা সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে কোনো মন্তব্য করব না, এই প্রসঙ্গ ছাড়া অন্য কোনো প্রসঙ্গে আমি আলোচনা করব। আজকের বিষয়টাকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এটাকে সামনে রাখেন ফোকাস করেন, দ্যাট ইজ গুড এভরিবডি’।

এমএইচ/এমএমএ/

Header Ad
Header Ad

জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিলো ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 'উত্তপ্ত' বৈঠকের পর পরিকল্পিত যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস ত্যাগ করেছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাকৃতিক সম্পদ নিয়ে চুক্তিতে সইও করেননি।

ফক্স নিউজের সাংবাদিক জ্যাকি হেনরিখ এক্স-পোস্টে লিখেছেন, ট্রাম্প জেলেনস্কিকে বের করে দিয়েছেন- তিনি নিজে থেকে চলে যাননি।

এই সাংবাদিক হোয়াইট হাউসে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজনের বরাতে দাবি করেছেন, ইউক্রেনীয় প্রতিনিধি দল 'পুনরায় আলোচনা সেট করার জন্য' অনুরোধ করছে। তবে (সেক্রেটারি অফ স্টেট) রুবিও এবং (জাতীয় সুরক্ষা উপদেষ্টা) ওয়াল্টজ তাদের জানিয়েছেন, জেলেনস্কিকে (হোয়াইট হাউসের মাঠ) ছেড়ে চলে যেতে হবে।

জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের মধ্যে বৈঠকটি দ্রুত একটি প্রকাশ্য 'বৈরী তর্ক-বিতর্কে' পরিণত হয়েছিল। এ সময় মার্কিন রাষ্ট্রপ্রধান জেলেনস্কিকে ইউক্রেন সংঘাতের অবসানে আলোচনায় 'অকৃতজ্ঞতা এবং অনিচ্ছার' জন্য অভিযুক্ত করেন।

ইউক্রেনের বিরল প্রাকৃতিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারণাটি প্রাথমিকভাবে জেলেনস্কিই উত্থাপন করেছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট এই মাসের শুরুতে প্রস্তাবটি গ্রহণ করেন। আশা করা হয়েছিল, দুই নেতা শুক্রবার বৈঠকে চুক্তিতে সই করবেন। তবে শুক্রবার হোয়াইট হাউসে 'অগ্নিগর্ভ বাক্যবিনিময়ের' পর দৃশ্যত চুক্তিটি ঝুলে গেল।

বৈঠকটি তিক্ত হয়ে ওঠে যখন ট্রাম্প জেলেনস্কিকে বলেন যে, তাকে রাশিয়ার সাথে শান্তি আলোচনা করতে হবে। এরপর ইউক্রেনীয় নেতা এর বিরুদ্ধে জোরালো মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা উচিত।

এ সময় জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি 'যথেষ্ট সম্মান ও কৃতজ্ঞতা' দেখাতে ব্যর্থ হয়েছেন বলে ট্রাম্প মন্তব্য করলে জেডি ভ্যান্সও তর্কে যোগ দেন।

Header Ad
Header Ad

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে সৌদি আরবের মসজিদভিত্তিক ওয়েবসাইট “ইনসাইড দ্য হারামাইন” চাঁদ দেখতে পাওয়ার খবর নিশ্চিত করে। সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। রাজধানী রিয়াদের কাছের সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। তবে তুমাইরের আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সেখানে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হয়নি। তবে সুদাইর কেন্দ্রের আকাশ তুলনামূলক পরিষ্কার থাকায় স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয় এবং ৫টা ৫৭ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।

এর আগে, সৌদি আরবের সাধারণ মানুষকে খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখার আহ্বান জানানো হয় এবং কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ কোর্টে জানাতে বলা হয়।

এদিকে, বিশ্বে প্রথম রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়, যদিও প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রমজান শুরু হবে ২ মার্চ। এছাড়া ফিলিপাইনও জানিয়েছে, তাদের দেশে আজ চাঁদ দেখা যায়নি।

অন্যদিকে, আফ্রিকার তানজানিয়া ও ইথিওপিয়ায় চাঁদ দেখা গেছে এবং ফ্রান্সও শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে।

Header Ad
Header Ad

রমজানে দিনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধসহ ‘অশ্লীলতা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখা ও সব ধরনের "অশ্লীলতা" বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মুসলমানদের জন্য বিশেষ প্রশিক্ষণের মাস। এই মাসে সমাজকে কোরআনের শিক্ষার আলোকে গড়ে তুলতে হবে।

জামায়াত আমির আরও বলেন, পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এ মাসের শেষ ১০ দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজান তাকওয়া, সহনশীলতা ও পারস্পরিক সহানুভূতির মাস। তাই এ মাসে সব ধরনের অন্যায় ও অশ্লীলতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিলো ট্রাম্প
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু
রমজানে দিনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধসহ ‘অশ্লীলতা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার
স্বামীকে হত্যার পর বুকে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে আত্মহত্যা
শিল্পকলার মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা জামিল আহমেদের
অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ অমিত শাহর
ক্ষমতায় কে যাবে, তা ভারত নয়, নির্ধারণ করবে বাংলাদেশ: হাসনাত
নতুন দলের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে: জামায়াতের সেক্রেটারি
ভারত-পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম
জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না : দুদু
খালেদা জিয়ার মতো সাজলেন কিশোরী, ছবি তুলতে উৎসুক জনতার ভিড়!
ম্যানসিটিতে যোগ দিলেন নতুন মেসি
একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে সতর্ক করেছেন তারেক রহমান
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির দুই নেতা
সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা
টাঙ্গাইলে প্রথমবার ‘বই বিনিময়’ সংগ্রহ করা যাচ্ছে প্রিয় লেখকের পছন্দের বই
বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয়: ড. কামাল হোসেন
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পদ চূড়ান্ত, থাকছেন যারা