‘আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পূজার নিরাপত্তা রক্ষা জাতির জন্য লজ্জা’
আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পূজার নিরাপত্তা রক্ষা জাতির জন্য লজ্জা বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
রবিবার (২ অক্টোবর) রাতে ঢাকাশ্মরী মন্দিরে দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের ঐতিহ্য আছে আমাদের। একই মাঠে মসজিদ ও মন্দির আছে। কেউ কাউকে বিরক্ত করবে না এটাই আমাদের ঐতিহ্য। যেকোনো মূল্যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখব।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, গ্রামাঞ্চলের নিরীহ সংখ্যালঘু সম্প্রদায় এখনও হয়রানির শিকার হচ্ছেন। অনেকেই বড় বড় কথা বলেন কিন্ত সংখ্যালঘুদের উপর কারা নির্যাতন করে তা সবাই জানেন। আমরা জাতীয় পার্টির নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি, তারা সব সময়ই সংখ্যালঘুদের পাশে থাকবে।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, এদেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা সবাই ভাই ভাই। আমরা যেকোনো মূল্যে সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করব। পাকিস্তানিদের প্রেতাত্মাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। বাংলাদেশ অসাম্রদায়িক রাষ্ট্রের রোল মডেল।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন ডালু, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম সরকার, সুজন দে, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক প্রমূখ।
এসএম/এসআইএইচ