নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
আইভীর নৌকার মোকাবিলায় তৈমুরের হাতি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন দলীয় প্রতীক নৌকা। স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার পেয়েছেন হাতি প্রতীক।
অন্য প্রাথীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাসুম বিল্লাহ পেয়েছেন ‘হাতপাখা’, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস ‘হাতঘড়ি’, খেলাফত মজলিশের এ বি এম সিরাজুল মামুন ‘দেয়াল ঘড়ি’, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসীম উদ্দীন ‘বটগাছ’ পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দ পেয়ে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, প্রতিটি নির্বাচনই ‘চ্যালেঞ্জিং’। এ নির্বাচনও এর বাইরে নয়। 'সব নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়ে থাকি।'
এবারের নির্বাচনে প্রধান প্রতিপক্ষ শামীম ওসমান নাকি তৈমুর আলম খন্দকার-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রতিপক্ষ সবাই। ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে নৌকাকে সামনে রেখে। সুতরাং এই নৌকা বিজয়ের প্রতীক।'
তিনি আরও বলেন, জনগণ সঙ্গে আছে, জেলা আওয়ামী লীগসহ সবাই আছে। যারা নৌকায় ভর করে বিগত দিনে নির্বাচনী বৈতরণী পাড়ি দিয়ে এসেছেন, তারা কখনো নৌকার বাইরে যেতে পারবেন না। তারা ঠিকই নৌকায় উঠে আসবেন।
তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, ২০১১ সালের নির্বাচনে দলের নির্দেশে প্রার্থী হই। আবার দলের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়াই। এবারও নির্বাচনে প্রার্থী হয়েছি। দলের সব নেতা-কর্মী সঙ্গে রয়েছেন। 'জনগণই আমার শক্তি'।
জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এপি/এমএমএ/