শ্রদ্ধা-ভালোবাসায় জয়নাল হাজারীকে লাখো জনতার বিদায়
শ্রদ্ধা, ভালোবাসা এবং অশ্রুসজল নয়নে জয়নাল হাজারীকে বিদায় জানালো লাখো জনতা। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার পর দাফন করা হয়েছে।
বিকাল পৌনে ৫টার দিকে ফেনী পাইলট হাইস্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার ইচ্ছানুযায়ী ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুফতী মো. ইলিয়াস জানাজার নামাজ পড়ান।
এর আগে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন ফেনী সদর উপজেলা ভূমি কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়া।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জয়নাল হাজারীর ইচ্ছানুযায়ী তার বাড়ি শৈল কুঠিরের মুজিব উদ্যানে তৈরি কবরে সমাহিত করা হয়।
তার নামাজে জানাজায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
স্মৃতিচারণ করেন করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি), জয়নাল হাজারীর ভাগিনা শাফায়েত হোসেন লিটু।
জানাজায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের জাতীয় পর্যায় ও স্থানীয় নেতা-কর্মীসহ ফেনীর সর্বস্তরের লক্ষাধিক মানুষ।
এএএম/এএন