রাষ্ট্রপতিও আইন চান: তরিকত ফেডারেশন
নির্বাচন কমিশন গঠনে আইন করার পক্ষে একমত পোষণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্বাধীনতার পঞ্চাশ বছরেও নির্বাচন কমিশন গঠনে আইন না হওয়ায় রাষ্ট্রপতি দু:খ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
তিনি বলেছেন, 'মহামান্য রাষ্ট্রপতিও দু:খ প্রকাশ করেছেন। তিনি একমত পোষণ করেছেন যে আইন হওয়া প্রয়োজন।'
সোমবার (২৭ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বঙ্গভবনের গেটে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আমি দু:খিত। আমি মনে করি এটা আমাদের জন্য অসন্মানজনক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্য মুজিববর্ষে এতো কিছু করা হচ্ছে কিন্তু কোন সরকার আজ পর্যন্ত আইনটা করেনি। গত ৫০ বছরে কোন সরকারই আইন করেনি। কিন্তু এই আইনের কথা বঙ্গবন্ধু বলে গেছেন। তারপর যত সরকার এসেছে কোন সরকারই আইন প্রণয়ন করে নাই।
তিনি আরও বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিও দু:খ প্রকাশ করেছেন। তিনি একমত পোষণ করেছেন যে আইন হওয়া প্রয়োজন। যেহেতু আইনটা সংবিধান আছে। আমি বিষয়টির দৃষ্টি আকর্ষণ করেছি তিনিও মনে করেন যেন এটা নিয়ে বার বার কথা না ওঠে। একটা আইন থাকলে আইনের মাধ্যমে সুন্দরভাবে সবকিছু হবে। রাষ্টপতি একমত। তিনি নিজেও চান আইনটা দ্রুত হোক।'
এদিন তরিকত ফেডারেশন ছাড়াও খেলাফত মজলিশ রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ করে।
এসএম/এমএমএ/