ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে যায়নি বাসদ
নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সার্চ কমিটি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সার্চ কমিটি গঠনের অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি।
সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। পরবর্তীতে রাষ্ট্রপতি সকলের মতামত শুনে একটি সার্চ কমিটি গঠন করেন। সেই সার্চ কমিটি দেশের সুপরিচিত গ্রহনযোগ্য ব্যক্তিদের একটি তালিকা রাষ্ট্রপতির নিকট দেন। সেখান থেকে রাষ্ট্রপতি বাছাই করে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করেন।
এরই অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুর হয় এবারের সংলাপ। এখন পর্যন্ত সংলাপে অংশ নিয়েছে জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু-শিরিন) অংশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ। তবে সংলাপের চিঠি পেয়ে যায়নি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
রাষ্ট্রপতির সঙ্গে বাসদ এর সংলাপ ছিল রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায়। চিঠি পেয়ে কেন সংলাপে যাননি এ বিষয়ে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ঢাকাপ্রকাশকে বলেন, তারা ২০১২ সাল ও ২০১৭ সালে সংলাপে গিয়েছিলেন। 'তখন আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। রাষ্ট্রপতি কোন যুক্তিতে ও কেন সেই প্রস্তাবগুলো আমলে নেননি, তিনি তার ব্যাখা আমাদের জানাননি। তাই নতুন করে আর সংলাপে যেতে চাইনি।'
তিনি আরও বলেন, 'নতুন করে সংলাপে গেলে রাষ্ট্রপতির অযথা সময় নষ্ট হবে। তিনি চাইলে আমাদের পূর্বের দাবিগুলো দেখে নিতে পারেন এবং সেগুলো যৌক্তিক মনে করলে বিবেচনায় নিতে পারেন। আমরা মনে করি আমাদের প্রস্তাবগুলো মেনে নিলে বিদ্যমান সমস্যার সমাধান হবে। তাই আমরা চিঠি পেয়ে গত ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে জানিয়েছি আমরা সংলাপে যাচ্ছি না। এরপর সেখান থেকে ফিরতি কোন চিঠি পাইনি।'
এসএম/এমএমএ/