রাষ্ট্রপতির সংলাপে সাড়া দিয়ে যাচ্ছেন যারা
নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরু করেছেন রাষ্ট্রপতি মো আবদুল হামিদ। দেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন করতে উদ্যোগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। গত ২০ ডিসেম্বর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মাধ্যমে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা। প্রথম দিন সংলাপে অংশ নিয়ে জাতীয় পার্টি তাদের মনোভাব জানিয়েছেন রাষ্ট্রপতিকে। সেখানে তাদের অন্যতম দাবি নির্বাচন কমিশন গঠনে একটি আইন করা।
এরপর ২২ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। তারাও আইন প্রণয়নের বিষয়টি গুরুত্ব দেন। তবে যেটাই হোক সেটা যেন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে করা হয় এবং নির্বাচন কমিশন নিয়ে যেন আর কোনো বিতর্কের সৃষ্টি না হয়।
চলতি সপ্তাহের প্রথম রবিবার (২৬ ডিসেম্বর) সংলাপে যাবেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। বিকেল ৪টায়
সংলাপে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরবে দলটির নেতারা। একই দিন সন্ধ্যা ৬টায় সংলাপে অংশ নেবে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। পরদিন ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় সংলাপে যাবে দলটি। এরপর ২৯ ডিসেম্বর বিকাল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোট।
নতুন বছরের শুরুতে সংলাপে যাচ্ছে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম। আগামী ২ জানুয়ারি রাষ্ট্রপতির সংলাপে দলটি অংশ নেবে বলে ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। তিনি বলেন, আমাদের নীতিগত সিদ্ধান্ত আমরা সংলাপে যাবো। আমরা আমাদের প্রস্তাবনা তুলে ধরব।
এসএম/এসআইএইচ