সংলাপ প্রহসনমূলক, জাতির সাথে ইয়ার্কি : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার একটা প্রহসন করার জন্য রাষ্ট্র সংলাপ করছে, এই সংলাপ প্রহসনমূলক। এটা তো জাতির সাথে ইয়ার্কি করা, ঠাট্টা করা। আপনি (সরকার) আবার সংলাপের নাম করে দেশ এবং বিদেশকে দেখাতে চাচ্ছেন যে, আমরা তো সংলাপ-টংলাপ করে, একটা সার্চ কমিটি করে আমরা নির্বাচন করব। এগুলো হচ্ছে একটা প্রসাধনী।’ নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠনের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপকে ইঙ্গিত করে তিনি এ সব কথা বলেন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাসের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মীর জাতীয়তাবাদী কৃষক দলে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন। দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি নাসির হায়দার, জামালউদ্দিন খান মিলন, ইব্রাহিম খলিল প্রমুখ।
রিজভী বলেন, ‘এই সংলাপ আদতে একটা অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন করার মতো সংলাপ নয়। যে সরকার প্রতিদ্বন্দ্বীকে আসতে দেন না, ভোটারকে আসতে দেন না, সেই সরকার নিরপেক্ষ নির্বাচন করবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, এটা কী বিশ্বাস করা যায়? এটা তো পাগলেও বিশ্বাস করবে না।’
ইনসান আলম আক্কাস বলেন, ‘আমরা জাতীয়তাবাদী কৃষক দলের বিচক্ষণ নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্য রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপির যে আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির যে আন্দোলন, তারেক রহমানকে আগামীতে রাষ্ট্রনায়কে স্থলাভিষিক্ত করার যে আন্দোলন, গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন, তাকে জোরদার করতে বিএনপির পাশপাশি কৃষক দল রাজপথে একটি নিয়ামক শক্তিশালী ভূমিকা পালন করবে।
এপি/