প্রতিক্রিয়া/ প্রস্তাবিত বাজেট চোখ ধাঁধানো ও ছেলে ভুলান: সুব্রত চৌধুরী
গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেছেন, ‘জাতীয় অর্থবছর ২০২২-২০২৩-এর প্রস্তাবিত বাজেট হচ্ছে চোখ ধাঁধানো ও ছেলে ভুলানো বাজেট। প্রতি বছরই জনগণের ওপর ট্যাক্স ও করের বোঝা চাপানোর একটি প্রক্রিয়া হিসেবে বাজেট প্রণয়ন করা হয়। নিজেদের মনগড়া এ বাজেটে জ্বালানি, বিদ্যুৎ, গ্যাসের মূল্য সরকার যেভাবে বৃদ্ধি করে এর সঙ্গে বাজেটের কোনো সম্পৃক্ততা থাকে না।’
তিনি বলেন, ‘বাজেটে সাধারণ জনগণের জন্য কিছু রাখা হয়নি। এতে সাধারণ মানুষ কিছুই পাবে না। বরং সাধারণ মানুষের ওপর ঋণ ও করের বোঝা বাড়বে। প্রস্তাবিত বাজেট নিয়ে গণমানুষের কোনো আগ্রহ নেই। এ নিয়ে জনমনে কোনো উচ্ছ্বাস নেই। সরকার তাদের নিজেদের স্বার্থে বাজেট দিয়েছে।’
বৃহস্পতিবার (৯ জুন) বাজেটের প্রতিক্রিয়ায় ঢাকাপ্রকাশ-কে এসব কথা বলেন।
এদিকে বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদে বাজেট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়। প্রতি বছর বাজেট পেশের আগে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বিশাল আকারের বাজেট মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতি নিয়ে বিকাল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশ করেছেন।
এসএন