প্রতিক্রিয়া/ বাজেট নিয়ে মাইন্ড টিউনিংয়ের মানে হয় না: রেজা কিবরিয়া
জাতীয় অর্থবছর ২০২২-২০২৩ এর অনুমোদিত বাজেট প্রসঙ্গে বাংলাদেশ গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘ওরা (সরকার) বাজেটে দেশের ও দেশের মানুষের সেবা দেওয়ার জন্য যদি চুরিটা কম করত ৪০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসত তাহলে সবচেয়ে ভালো হতো।’
তিনি বলেন, ‘এখানে ৩ শতাংশ ওখানে ৪ শতাংশ বাড়িয়ে-কমিয়ে কোনো লাভ নেই। যেখানে ৪০ শতাংশ টাকা চুরি করে বিদেশে পাচার করা হচ্ছে সেখানে এ ধরনের মাইন্ড টিউনিং( Mind Tuning) করার কোনো মানে হয় না।’
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় অর্থবছর ২০২২-২০২৩ বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকাপ্রকাশ-কে এসব কথা বলেন তিনি।
এদিকে বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদে বাজেট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতি বছর বাজেট পেশের আগে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বিশাল আকারের বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতি নিয়ে বিকাল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশ করছেন।
এসএন