সীতাকুণ্ডের ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্র ফোরামের শোক
চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ছাত্র ফোরাম।
রবিবার (৫ জুন) ছাত্র ফোরামের আহ্বায়ক সানজিদ রহমান শুভ এক বিবৃতিতে বলেন, আমরা অত্যন্ত মর্মাহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা, আহতদের সুচিকিৎসা ও সুস্থতা কামনা করি।
ইতোমধ্যে ৫০টি লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতের সংখ্যা ৮ শতাধিক। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও জনগণের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে তবুও আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি।
অবিলম্বে আধুনিক প্রযুক্তির স্পেশাল ফোর্স ও অভিজ্ঞ চিকিৎসক টিম নিয়োগ করতে হবে এবং সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনা জাতীয় দুর্যোগ ঘোষণা করে প্রত্যেক আহত ব্যক্তিকে জরুরি সুচিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি নিখোঁজদের যথাযথভাবে সন্ধান করতে হবে।
তিনি বলেন, ‘এত ভয়াবহ দুর্ঘটনা ঘটার কারণ খুজে বের করে যাদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
এদিকে সীতাকুণ্ড ডিপো অগ্নিকাণ্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে গণফোরাম।
দলটির গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী শোক বিবৃতিতে বলেন, আমরা মর্মাহত, শোক বিহ্বল পরিবারের প্রতি গভীর সমবেদনা, আহতদের সুচিকিৎসা ও সুস্থতা কামনা করি।
এমএইচ/এমএমএ/