জনগণের গলা কাটতেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব: রিজভী
জনগণের গলা কাটার জন্যই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, অনির্বাচিত সরকার দেশের মানুষকে মূল্যহীনে পরিণত করেছে বলেই এখন নিম্নআয়ের মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব করছেন। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের ভেতরে যে চাপা কান্না প্রবাহিত হচ্ছে তা তিনি টের পাচ্ছেন না। আর তিনি টের পাবেন কী করে? তার সন্তান তো বিদেশে থাকে। তাদের জন্য তো কোনো কিছুর অভাব হয় না।
রবিবার (৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস- ২০২২ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ রক্ষা ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপি এ নেতা বলেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে মুনাফাভোগী ব্যবসায়ী ও মন্ত্রীদের নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের মাধ্যমে সবকিছুর দাম বাড়ানো হচ্ছে। কারণ এর থেকে অর্জিত অর্থ ওবায়দুল কাদের, হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজনদের ঘরে পৌঁছাবে।’
রিজভী বলেন, আজকে পরিবেশ রক্ষা নিয়েও রাজনীতি করা হচ্ছে। পুঁজিপতি একটি মহল পরিবেশ দূষণে বিশ্বাসই করে না। এ তো ঢাকায় অবস্থিত বুড়িগঙ্গা নদীতে ৯০/৯১ সালে নানা শ্রেণি-পেশার মানুষ গোসল করতে পারত, আর আজকে নৌকায় পারাপার হতে গিয়েও কেউ যদি পড়ে যায় তাহলে বিপদ। ভাগ্যক্রমে তাকে যদি সেখান থেকে উদ্ধার করা যায় তাহলেও মহাবিপদ। কেননা নদী থেকে উঠে আসার পর তার শরীর এমন ভাবে নানান রোগে আক্রান্ত হবে যা সারাতেই পরিবার সর্বস্বান্ত হয়ে যাবে।
বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বারোপ ও শব্দ দূষণের নানান ক্ষতির দিক নিয়ে আলোচনা করেন তিনি। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে কেন মেট্রোরেল সংযোগ দেওয়া হচ্ছে তার তীব্র সমালোচনা করেন রিজভী। তিনি বলেন মেট্রোরেলের যান্ত্রিক শব্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে।
'রাজনীতির পরিবেশ হলো গণতন্ত্র, কিন্তু গণতন্ত্র হরণ করে কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে তাহলে পরিবেশ দূষণ হবেই'- যোগ করেন রিজভী।
তিনি বলেন, ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ আছে কিন্তু প্রয়োগ নেই। শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে পরিবেশের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে গড়ে উঠা সখ্যতার ফলে ছাড়পত্র পেতে শিল্প কারখানা প্রতিষ্ঠান মালিকদের খুব একটা বেগ পেতে হয় না। কারণ হচ্ছে যে দেশে আইন প্রয়োগে ভয়াবহ দুর্নীতির আশ্রয় নেওয়া হয় সেখানে মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়বে, তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হবে সেটাই স্বাভাবিক। আর অপরিকল্পিত নগরায়ণ সুষ্ঠু পরিবেশের জন্য হুমকি স্বরূপ।
এসএন