সংলাপ বানচাল করার ষড়যন্ত্র করছে বিএনপি: ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করে বলেছেন সংলাপ বানচাল করার ষড়যন্ত্র করছে বিএনপি।
‘মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগে আয়োজিত সংলাপকে যারা নাটক বলছেন, প্রহসন বলছেন তাদের উদ্দেশে বলব, সংলাপে না গেলে বুঝবেন কীভাবে প্রহসন না ভাল। সুতরাং সংলাপে না গিয়ে প্রহসন বা নাটক বলা বাঞ্ছনীয় নয়,’ তিনি বলেন।
বুধবার (২২ ডিসেম্বর) দলটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বিকাল চারটায় বঙ্গভবনে সংলাপে অংশ নেয়।
বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় নির্বাচন কমিশন গঠন বিষয়ে সংলাপ শেষে বের হয়ে বঙ্গভবন ফটকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাসদ সভাপতি।
১৪ দলীয় জোটের শরিক জাসদের প্রতিনিধি দলে হাসানুল হক ইনু ছাড়াও রয়েছেন, দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আক্তার, স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ ও রেজাউল করিম তানসেন।
হাসানুল হক ইনু বলেন, ‘সংলাপে যান তারপরে বুঝবেন এটা নাটক না অন্য কিছু। দ্বিতীয়ত হচ্ছে, রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে স্বাগত না জানিয়ে যারা নাকচ করে দিচ্ছেন তারা কিন্তু সংলাপ প্রক্রিয়াকে বানচাল করতে চাচ্ছেন।’
জাসদ নেতা আরও বলেন, ‘বানচাল করার ঘটনাটা আমরা আগেও দেখেছি। যারা নির্বাচনই বানচাল করতে চান তারা সংলাপ বানচাল করতে পারবেন। বিএনপি ২০১৪ সাল ও ২০১৮ সাল দু’বার নির্বাচন বানচাল করার চক্রান্ত করেছে। সুতরাং, তারা আগামী নির্বাচন বানচাল করার চক্রান্তের অংশ হিসেবে সংলাপটা বানচাল করতে চাচ্ছে। যেটা দুঃখজনক।’
এসএম/এমএমএ/