ইনুর নেতৃত্বে বঙ্গভবনে জাসদ
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
বুধবার (২২ ডিসেম্বর) দলটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বিকাল চারটায় বঙ্গভবনে সংলাপে অংশ নেয়।
রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়া দ্বিতীয় দল হচ্ছে জাসদ। এর আগে গত ১৮ ডিসেম্বর জাতীয় পার্টি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে।
রাষ্ট্রপতি পর্যায়ক্রমে দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবেন। সংলাপ শেষ করে আগামী মাসের মাঝামাঝি সময়ে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।
রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত সদস্য যাচাই-বাছাই করে এবং নিজেরাও কিছু ব্যক্তির নামসহ কমিটি নতুন ইসি গঠনে নাম প্রস্তাব করবে। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে নতুন ইসি গঠন করবেন।
১৪ দলীয় জোটের শরিক জাসদের প্রতিনিধি দলে হাসানুল হক ইনু ছাড়াও রয়েছেন, দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আক্তার, স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ ও রেজাউল করিম তানসেন।
সূত্র জানায় জাতীয় পার্টির মতো জাসদও রাষ্ট্রপতির কাছে ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেবে।
জাতীয় পার্টি ও জাসদ ছাড়া আরও কয়েকটি দলের সঙ্গে সংলাপের শিডিউল হয়েছে। এদের মধ্যে ২৬ ডিসেম্বর ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, ২৭ ডিসেম্বর তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস, ২৮ ডিসেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ করবেন রাষ্ট্রপতি। অন্যান্য দলের শিডিউল এখনো চূড়ান্ত হয়নি।
এসএম/এমএমএ/