শৃঙ্খলা ভঙ্গে যুব মহিলা লীগ নেত্রী তুহিনকে শোকজ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী সাবিনা আক্তার তুহিনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে যুব মহিলা লীগ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার স্বাক্ষরিত নোটিশে এতথ্য জানানো হয়।
নোটিশে বলা হয় ‘আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদক মণ্ডলী ও সহযোগী সংগঠনের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্রের সিরিয়াল অনুসারে সহযোগী সংগঠনগুলো ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করবে। কিন্তু আপনি কখনো কোনো সাংগঠনিক নিয়ম কানুন মেনে চলেন না। সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহীর সদস্যগণ উপস্থিতি থাকার পরও প্রত্যেক জাতীয় কর্মসূচিতে মহানগর উত্তর এর নামে আগে পুষ্পমাল্য অর্পণ করেন এবং দীর্ঘক্ষণ বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনের বেদি দখল করে দাড়িয়ে থাকেন ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যার কারণে প্রায়শই সংগঠনকে বিব্রতর পরিস্থিতিতে পড়তে হয়। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন সমূহের মধ্যে নেতিবাচক কর্মকাণ্ড হিসেবে প্রতীয়মান হয়।’
নোটিশে আরও বলা হয় ‘এমতাবস্থায় সংগঠনের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখাসহ আপনার লিখিত জবাব ২২ ডিসেম্বর হতে আগামী ৭ কার্য দিবসের মধ্যে যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নিকট প্রেরণ করার নির্দেশ প্রদান করা হল এবং একই সঙ্গে পরবর্তী নির্দেশ প্রদান ব্যতীত আপনাকে যুব মহিলা লীগের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হল।’
এসএম/এমএমএ/