নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকাপ্রকাশ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১টা ৩২ মিনিটে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক এর মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে নেতাকর্মীদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এদিন সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সাথে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, ‘নেতা-কর্মী একসঙ্গে কাজ করতে হবে। এখানে কোনো ভেদাভেদ চাই না। সবাই এক হয়ে কাজ করতে হবে, নৌকাকে জেতাতে হবে। একটাই কথা, নৌকাকে জেতাতে হবে। হয়তো কারও পছন্দ আছে কারও পছন্দ নাই এরকম থাকতে পারে; কিন্তু একজনই তো নমিনেশন পাবেন। কাজেই আমরা একজনকে দিয়েছি, সবাই নৌকার পক্ষ কাজ করতে হবে। নৌকাকে জেতাতে হবে।’
পরে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং সবাইকে মাস্ক পরার নির্দেশনা দেন।
এসএম/এসএ/