মির্জা ফখরুল জ্ঞান হারিয়ে ফেলেছেন: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলকানা হতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন, তার বুদ্ধি লোপ পেয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) বিকালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় ৫০ বছরে দেশ উন্নয়নে নয় বরং পেছনের দিকে এগিয়ে গেছে-মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, এটি পৃথিবীর সামনে একটি উদাহরণ। বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে। পাকিস্তান ১৯৭০-১৯৭১ সালে আমাদের চেয়ে সব ক্ষেত্রে মাথাপিছু ৫০ শতাংশ বেশি ছিল। আজকে সেই পাকিস্তান সব ক্ষেত্রে বাংলাদেশ থেকে পিছিয়ে। মানবিক সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক এমনকি মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকেও অতিক্রম করেছি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের শতকরা ৪১ শতাংশ মানুষ আগে দারিদ্র্য সীমার নিচে বসবাস করত। এখন তা ২০ শতাংশে নেমে এসেছে। এগুলো আমার বক্তব্য না, এগুলো বিশ্ব সম্প্রদায়ের বক্তব্য, বিভিন্ন সংস্থা, বিশ্বব্যাংকের সমীক্ষায় এগুলো উঠে এসেছে। এটি মির্জা ফখরুল সাহেব দেখতে পান না। তাকে আমি বুদ্ধিমান ও জ্ঞানী মানুষ বলে জানতাম। কিন্তু তিনি দলকানা হওয়ার কারণে দেখেও দেখেন না, বুঝেও বুঝেন না এবং স্বীকার করেন না।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারত, যদি মির্জা ফখরুল সাহেবের দল বিএনপি-জামায়াত বাংলাদেশে নেতিবাচক রাজনীতি না করত। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র না করত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ জানাবো, শিক্ষিত লোক হয়ে যেন অশিক্ষিত লোকের মতো কথা না বলেন।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আমি দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে একটি রোগ দেখা দিয়েছে। সবকিছুতে না বলা, সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন না, না বলতে বলতে আমি আশংকার মধ্যে আছি বিএনপিটাই নাই না হয়ে যায়।’
আইকে/এএন