জাতীয় পার্টি থেকে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছেন যারা

নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়ার প্রথম দিনেই সংলাপে যাচ্ছে সংসদের বিরোধী দল। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মধ্যদিয়ে শুরু করছেন এই প্রক্রিয়া।
সংলাপে অংশ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং কো-চেয়ারম্যানরা।
সংলাপের জন্য জাতীয় পার্টির অন্য সদস্যরা হলেন-সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম।
মোট ৮ জন প্রতিনিধি সংলাপে অংশ যাবেন বলে ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, 'আমরা যাব সেখানে রাষ্ট্রপতি কি বলেন সেটা শুনব। আর আমাদের দাবি একটাই নির্বাচন কমিশন গঠনে আইন করতে হবে।'
এসএম/এমএমএ/
