ডোমার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের অব্যাহতি বহাল রেখে শোকজ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে ৩১ মার্চ অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় দেওয়া অব্যাহতি বহাল রাখা হয়েছে। নতুন করে তাকে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আজকের সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কাউকে কাউকে অব্যাহতি দিয়ে শোকজ করতে বলা হয়েছে। তারই অংশ হিসেবে নীলফামারীর ডোমার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অব্যাহতি বহাল রেখে শোকজ করা হয়েছে।
শনিবার (৭ মে) রাতে গণভবনের সামনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর গণভবনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একথা বলেন। এর আগে বিকাল সাড়ে ৫টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচনের আগে দলের ভিতরে বিভক্তি কীভাবে সামাল দেবে, এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন,আওয়ামী লীগ বিভক্তি নিয়ে কখনো নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগ সুসংগঠিত দল। শৃঙ্খলার যেখানে যেখানে ঘাটতি আছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বিভাগীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। যেটা তারা করতে অসমর্থ হন, সেটা নেত্রী পর্যায়ে আসবেন। এরপর দলের মিটিং ঘন ঘন হবে বলেও জানান কাদের।
এসএম/টিটি