আওয়ামী লীগ গণবিরোধী : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণবিরোধী সরকার। তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
সিলেটমুক্ত দিবস উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) বেলা দুইটায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সিলেট বিএনপির সমাবেশে এসব কথা বলেন তিনি। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট শহরসহ বৃহত্তর সিলেট শত্রুমুক্ত হওয়ার দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সমাবেশটির আয়োজন করেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি।
সমাবেশে ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল দেশের মানুষকে ১০ টাকায় চাল খাওয়াবে। কিন্তু এখন চালের দাম করেছে ৭০ টাকা।'
সমাবেশে আওয়ামী লীগ সরকারকে 'গণবিরোধী' উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'গণবিরোধী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার প্রকৃত ইতিহাস মুছে দিতে চায়। তারা ভ্রান্ত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে চায়। আজ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে তখন এমএজি ওসমানীর কথা একবারও স্মরণ করা হয়নি, তাজ উদ্দিনের কথা স্মরণ করা হয়নি, জিয়াউর রহমানের কথা স্মরণ করা হয়নি। যা আমাদের জন্য লজ্জার।'
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দেশে দারিদ্র্য বেড়েছে উল্লেখ করে বলেন, 'দেশে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। মানুষ রাস্তায় পড়ে থাকে। কিন্তু কিছু মানুষ বড়লোক হচ্ছে। দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। চতুর্দিকে কেবল দুর্নীতি আর দুর্নীতি।'
সরকার মানুষের স্বাধীনতা খর্ব করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, 'আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে। কিন্তু নিজেকে প্রশ্ন করে দেখুন দেশ কি আজ সত্যি স্বাধীন! বর্তমানে মানুষের কথা বলার স্বাধীনতাও নেই। তাই সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে দিতে হবে।'
মির্জা ফখরুল ইসলাম ছাড়াও সমাবেশে বক্তব্য দেন বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সমাবেশে তারা সিলেট অঞ্চলে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও মেয়র আরিফুল হক চৌধুরী। সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবন।
এসইউ/এএন