অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ার প্রত্যয় আ.লীগের
মুক্তিযুদ্ধের চেতনায় সকল সাম্প্রদায়িকতাকে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্বাধীনতা বিরোধী শক্তি এখনও ষড়যন্ত্র করছে উল্লেখ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, আজকের বিজয় সমাবেশে শপথ নিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব। সকল অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বই।
শনিবার (১৮ ডিসেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘বিজয় শোভাযাত্রা' করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দুপুর ২ টার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখান থেকে বিজয় শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪দলের সমন্বয়ক আমির হোসেন আমু। শোভাযাত্রাটি শাহবাগ হয়ে এলিফেন্ট রোড ঘুরে ধানমন্ডী-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ হয় বিজয় শোভাযাত্রা।
সমাবেশের উদ্বোধন পূর্ব বক্তব্যে আমির হোসেন আমু বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব। সমস্ত অপশক্তি, অগণতান্ত্রিক চক্রান্ত, সাম্প্রদায়িক ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব-এই হোক আজ আমাদের শপথ।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, আজকের বিজয় সমাবেশ থেকে সবাইকে শপথ নিতে হবে—শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বো।
সভাপতিমণ্ডলীর অপর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে যেতে পারেননি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো শেষ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আজকে শপথ নিতে হবে সোনার বাংলা গড়ে তোলার। পৃথিবীর কোনও অপশক্তি নাই আরেকটি ৭৫ ঘটাতে পারে।
সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিন্নভিন্ন করে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাব, এই হোক আজকের শপথ।
সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য যারা গ্রেনেড হামলা করেছিল। সেই গ্রেনেড হামলার নেপথ্য নায়ক তারেক জিয়া। তাকে বাংলার মাটিতে এনে তার বিচার এই বাংলার মাটিতে করতে হবে। আজকের এই সমাবেশে শপথ হবে সকল অপশক্তি নিপাত যাক। অশুভ রাজনীতি বন্ধ হোক। শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ব।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ছিন্ন করে এগিয়ে যাওয়ার অগ্রযাত্রা অব্যাহত রাখবো-এই হোক আজকের শপথ।
অপর যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করে যেতে পারেননি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, শপথ নিতে হবে—সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। সকল অপশক্তির চূড়ান্ত পরাজয় ঘটাবো।
আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সেনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মরবো-এই শপথ নিতে হবে।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বঙ্গবন্ধু ঘোষিত মুক্তির সংগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, শেখ হাসিনার নেতৃত্ব-এই হোক আজকের শপথ।
শোভাযাত্রাপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আহমেদ হোসেন, এস এম কামাল হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে বেলা সাড়ে ৩টায় শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের গেইট থেকে ঐতিহাসিক বঙ্গবন্ধুর বাড়ির দিকে যাত্রা করে। কেন্দ্রীয় নেতারা এতে নেতৃত্ব দেন।
এসএম/এএস