১৮ ডিসেম্বর সুবর্ণজয়ন্তির শোভাযাত্রা করবে আওয়ামী লীগ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে বিশেষ শোভাযাত্রার আয়োজন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বিপুল সংখ্যক মানুষের আয়োজনে সুশৃঙ্খলভাবে এই শোভাযাত্রাটি করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডী আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মন্ডলীর সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর বিশাল একটি সুবর্ণজয়ন্তি শোভাযাত্রা করতে যাচ্ছি। শোভাযাত্রাটি শিখা চিরন্তন থেকে শুরু করে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসন প্রমুখ।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় শপথ অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় সকল শ্রেণি-পেশার জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি মুক্তিযুদ্ধের চেতনা সারাদেশে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে অসম্প্রদায়িক চেতনার সকল শ্রেণি-পেশার জনগণকে উদাত্ত আহ্বান জানান। ওবায়দুল কাদের জানান, বঙ্গবন্ধু কন্যার শপথ অনুষ্ঠানটি সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতবদিয়া থেকে তেতুলীয়া পর্যন্ত সারাদেশের নেতাকর্মী এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি টুঙ্গিপাড়ায় জাতীয় বাস্তবায়ন কমিটির অনুষ্ঠান রয়েছে। এছাড়া আগামী ১১ ও ১২ জানুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ১৩ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী লোকজ উৎসব হবে।
এসএম/এএন