'খালেদা জিয়াকে আজ-কালের মধ্যে বিদেশে পাঠান'
ডা. জাফরুল্লাহ চৌধুরী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাংলাদেশে চিকিৎসার সুযোগ নেই বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ-কালের মধ্যে তিনি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বুধবার (নভেম্বর) দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রের এ টি এম হায়দার মিলনায়তনে 'নাগরিক সংবাদ সম্মেলনে' তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'খালেদা জিয়া কয়দিন বাঁচবেন সেটা আমি বলতে পারব না। এটা বলতে পারি, তিনি ক্রান্তিকালে আছেন। তাকে হত্যা করা হচ্ছে। এই হত্যার জন্য আমাদের আইনমন্ত্রী হুকুমের আসামি হবেন। প্রধানমন্ত্রীও হুকুমের আসামি হবেন। প্রধানমন্ত্রীর প্রতি অতীতে বিভিন্ন অন্যায় করা হয়েছে। পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে ৯ মাস জেলে রেখেছে। সবচেয়ে বড় সমস্যা যিনি সৃষ্টি করেছিলেন সেই জুলফিকার আলী ভুট্টোকে বঙ্গবন্ধু এই দেশে ডেকে এনেছিলেন, জড়িয়ে ধরেছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। সেসময় আমরা কিছু মুক্তিযোদ্ধারা আপত্তিও করেছিলাম। বেশিরভাগ জনগণ শেখ মুজিবের এ কার্যকলাপকে সমর্থন করেছিল। লক্ষ লোক রাস্তায় নেমেছিল এই ভুট্টোকে দেখার জন্য। আজ আমরা বঙ্গবন্ধুর কথা বলি, তার কাছ থেকে আমরা বিন্দুমাত্র ভালো জিনিস নিতে পারি না।'
'খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থায় আছেন। যেকোনো মুহূর্তে চলে যেতে পারেন। যেকোনো দিন চলে যেতে পারেন। তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। আমার কাছে আশ্চর্য লাগছে, বিএনপি এত দিন এই কথা জানায়নি! হয়তো তারা জানতেনই না। তাদের ৬ জন চিকিৎসক আমাকে বিস্তারিতভাবে বলেছেন। আমি তাদের ফাইলের প্রত্যেকটা লেখা পড়ে দেখেছি। আমি একজন চিকিৎসক এবং আমার জীবনের একটা বিরাট অংশ বিলেতে কেটেছে। যে সমস্যা হয়েছে, এই রোগের চিকিৎসা অতীতে আমি করেছি। আমাদের শরীরে দুটি বিশেষ রক্তনালী আছে। তার মুখ ও মলদার দিয়ে রক্তপাত হচ্ছে। রক্তচাপ ১০০ এর নিচে নেমে এসেছে,' যোগ করেন তিনি।
তিনি বলেন, 'আমি কাল বলেছিলাম, সম্ভব হলে আজ রাতেই তার ফ্লাই করা উচিত। তা না হলে যেকোনো কিছু ঘটে যেতে পারে। খালেদা জিয়া কী অপরাধ করেছেন? টাকা চুরি করেননি। এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় রেখেছেন। তার পকেটে টাকা নেননি। প্রতি মিনিটে খালেদা জিয়ার জীবনীশক্তি কমে যাচ্ছে। রক্ত দিয়ে তাকে আর্টিফিসিয়ালি বাঁচিয়ে রাখা হয়েছে।'
'আমাদের প্রধানমন্ত্রীর প্রতি অতীতে যত অবিচার করা হোক, বঙ্গবন্ধু যদি সবচেয়ে বড় শত্রুকে ক্ষমা করতে পারেন, প্রধানমন্ত্রী কেন পারবেন না,' প্রশ্ন রাখেন তিনি।
এমএমএ/