ঢাকা-১৭ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবি
ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তার পক্ষে পার্টির দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান আবেদন নিয়ে আসেন।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জি এম কাদেরের মনোনয়ন পত্র প্রত্যাহার জমা দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় ২৬টি আসন পেয়েছে জাপা। এ আসনগুলোতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকবে না বলে জানা গেছে।
এর আগে রাজধানীর বনানী কার্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলামসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এদিন মনোনয়নপত্র প্রত্যাহারের সংখ্যায় এগিয়ে জাকের পার্টি। ঢাকা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে একে একে আসতে থাকেন ঢাকার বিভিন্ন আসনের জাকের পার্টির প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের কারণ হিসেবে 'দলীয় প্রধানের হুকুম'-উল্লেখ করেন তারা। সবগুলো আসনের ক্ষেত্রে একই আদেশ উল্লেখ করে দলটির সিনিয়র নেতারা জানান, শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে পারেন অল্প কিছু প্রার্থী। ২১৮টি আসনে প্রার্থী দিয়েছিল দলটি।
শুধু জাকের পার্টিরই নন, ঢাকার ২০টি সংসদীয় আসন থেকে এরইমধ্যে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ইসলামী ঐক্যজোট ও সাংস্কৃতিক মুক্তিজোটের কয়েকজন প্রার্থী।
এদিকে, ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগে প্রার্থী শামীম হক, বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেছেন। উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বরিশাল-৫ এর স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এই তিন হেভিওয়েটের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।