‘নারী মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা বেগম রোকেয়া’
বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারী মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা বেগম রোকেয়া। বাঙালি মুসলমান সমাজের এই যে নারী-পুরুষের অসঙ্গতি এর বিরুদ্ধে প্রথম যে কণ্ঠটি আওয়াজ করেছিল সেটি বেগম রোকেয়ার। নারী স্বাধীনতার পক্ষে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেও বেগম রোকেয়াকেই আমরা গণ্য করতে পারি। তিনি বাঙালি মুসলমানদের নব জাগরণের সূচনা লগ্নে নারী শিক্ষা ও নারী জাগরণে নেতৃত্ব দেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার ১৪২তম জন্ম ও ৯০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে নেতৃদ্বয় এসব কথা বলেন।
তারা বলেন, সামাজিক পশ্চাৎপদতা আর কুসংস্কারের বিরুদ্ধে, নারী সমাজের বহুমাত্রিক অধিকার আদায় ও নারী শিক্ষার পথ নির্দেশক হতে পেরেছিলেন বেগম রোকেয়া। বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েছেন রোকেয়ার সমসাময়িক ও রোকেয়া পরবর্তী নারী সমাজ। কিন্তু আজও যখন দেখি, শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েও অনেক নারী নিজের অধিকার টুকুও আদায় করতে পারছেন না, তখন ভীষণ কষ্ট হয়। নারীরা আজও মানুষ হয়ে বেড়ে উঠতে পারছে না।
নেতৃদ্বয় বলেন, আমরা কি পেরেছি, বেগম রোকেয়ার স্বপ্নের বাস্তব রূপ দিতে? হয়তো কিছুটা পেরেছি, বাকিটা পারিনি। এই ব্যর্থতার দায়ভার কিন্তু সবটুকু আমাদের এই সমাজের। বেগম রোকেয়া আমাদের দেশের নারী সমাজকে নারীমুক্তির স্বপ্ন দেখিয়েছেন এবং মুক্ত নারী সমাজের কর্মকাণ্ডের উৎকর্ষের বিবরণ দিয়ে আমাদের নারীমুক্তির জন্য সংগ্রাম করার প্রেরণা জুগিয়ে যাবে।
এসএন