বাংলাদেশেকে তালেবানদের হাতে তুলে দেওয়া হবে না: ইনু
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিগত ৫০ বছরের সংগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজতন্ত্রের পতাকা হাতেই বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু পাকিস্তানপন্থী রাজনীতির ধারক-বাহক ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ক্ষমতা পুনর্দখলের জন্য অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার অপরাজনীতি রুখে দেয়া হবে।
দুর্নীতি-লুটপাট বৈষম্যের অবসান ও বাজার সিন্ডিকেট দমন করে সুশাসন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে সোমবার(৩১ অক্টোবর), সোমবার, কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ দেওয়া বক্তব্যে এ কথা বলেন ইনু।
বক্তব্যের শুরুতে জাসদ সভাপতি জাসদের প্রতিষ্ঠাদের মধ্যে যারা শহিদ হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ। যারা এখনো বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করেন।
ইনু বলেন, বাংলাদেশের মালিকানা কখনই তালেবানদের হাতে তুলে দেওয়া হবে না। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের আচলের নীচে লুকানো তালেবানদের সব আস্ফালন ব্যর্থ করে দিবে। তিনি চলমান বৈশ্বিক সংকট, ডলার সংকট, বিদ্যুৎ সংকট মোকাবিলা করে শিল্প ও কৃষি উৎপাদনসহ অর্থনীতি সচল রাখা ও সাধারণ মানুষের জীবন ও জীবিকার সংকট মোকাবেলায় সমাজতান্ত্রিক নীতিতে অর্থনীতিকে পরিচালিত করার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, ‘জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীতে সংবিধানের গোঁজামিল দূর করতে সংবিধান পর্যালোচনা, শাসন-প্রশাসন ব্যবস্থাকে আরও গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক করতে হবে। সবক্ষেত্রে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে উচ্চ কক্ষ গঠন করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, সিটি করপোরেশন,জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ,পৌরসভাসহ সকল স্থানীয় সরকারকে স্বশাসিত কার্যকর সংস্থা হিসাবে গড়ে তোলতে হবে।
জাসদ সভাপতি বলেন, ‘সর্বজনীন খাদ্য নিরাপত্তা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, একমুখী মানসম্পন্ন সর্বজনীন শিক্ষা, সর্বজনীন সামাজিক সুরক্ষা ও সর্বজনীন ইন্টারনেট অভিগম্যতাসহ সংবিধানবর্ণিত মৌলিক অধিকারসমূহকে রাষ্ট্র কর্তৃক বাধ্যতামূলক বাস্তবায়ন করতে হবে। নারী-পুরুষ সমঅধিকার, সরকারি বেসরকারি খাত নির্বিশেষে শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরি নিশ্চিত করার সংগ্রাম পরিচালনা করার আহ্বান জানান।’
ইনু বলেন, ‘জাসদ আত্মমর্যাদা সম্পন্ন সাহসী মানুষদের দল। জাসদ হার না মানা মানুষদের দল। জাসদ কণ্ঠস্বরহীনদের কণ্ঠস্বর। জাসদ রাজনীতিতে শ্রমিক-গরিব-নারীর পক্ষে ভারসাম্য তৈরির দল।
তিনি বলেন, জাসদ নেতাদের দল না, জাসদ কর্মীদের দল। তিনি ৫০তম প্রতিষ্ঠাবর্ষিকী সুবর্ণজয়ন্তীতে বিভিন্ন কারণে নিস্ক্রীয় ও অন্য দলে যোগদানকারী জাসদের নেতা-কর্মীদের নিজ দলে ফিরে আসা, নিজ দলের চাবি বুঝে নেওয়ার আহ্বান জানান।
হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশের সাম্যবাদী দলের (মা-লে) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার। জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী পাঠ করে শোনান।
সমাবেশ দলীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, জাসদ স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন, অধ্যাপক ড. মু. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা, জাসদের সহ-সভাপতি নুরুল আখতার, শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, মোহাম্মদ মোহসীন, নাইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মো. নুরুন্নবী, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারি, জাতীয় কৃষক জোটের সভাপতি নুরুল আমিন কাউছার, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।
এনএইচবি/এমএমএ/