শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | ১০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আরাফাত রহমান কোকোর আজ দশম মৃত্যুবার্ষিকী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী। ছবি: সংগৃহীত

আজ (২৪ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় বিএনপির নেতারা বনানীতে তার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করবেন। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং বিকেলে গুলশানে দলীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া লন্ডনে বাদ আসর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরাফাত রহমান কোকো তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হলেও তিনি রাজনীতির চেয়ে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে বেশি আগ্রহী ছিলেন।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেফতার হন এবং ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসার জন্য যান। মালয়েশিয়ায় অবস্থানকালে ২০১৫ সালে তার আকস্মিক মৃত্যু বিএনপি ও পরিবারের জন্য ছিল এক গভীর শোকের দিন। তার স্ত্রী শামিলা রহমান সিঁথি ও দুই কন্যা জাফিয়া রহমান এবং জাহিয়া রহমান বর্তমানে লন্ডনে বসবাস করছেন।

আরাফাত রহমান কোকোর মৃত্যু তার পরিবার এবং দলের জন্য এক গভীর শোকের স্মৃতি হয়ে রয়েছে। তার আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

Header Ad
Header Ad

ডিএসই’র বাজার মূলধন বাড়ল ৩৬৪৭ কোটি টাকা

ছবি: সংগৃহীত

সপ্তাহজুড়ে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই):

ডিএসইর বাজার মূলধন এক সপ্তাহে ০.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে এটি ছিল ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে:

- ডিএসইএক্স: ৩২.৬১ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে।
- ডিএসই-৩০ সূচক: ১৮.৭৭ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে।
- ডিএসইএস সূচক: ১১.২১ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে।

লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৩ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৭২ কোটি ৯৯ লাখ টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই):

সিএসইতেও সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে:

- সিএএসপিআই সূচক: ০.৬৭ শতাংশ বেড়ে ১৪,৪৪৯.০৫ পয়েন্ট।
- সিএসসিএক্স সূচক: ০.৭৯ শতাংশ বেড়ে ৮,৭৯৭.৩৯ পয়েন্ট।
- সিএসই-৫০ সূচক: ১.০৩ শতাংশ বেড়ে ১,১০৭.৬৫ পয়েন্ট।

তবে সিএসইতে লেনদেনের পরিমাণ হ্রাস পেয়েছে। এই সপ্তাহে লেনদেন হয়েছে ২১ কোটি ৫২ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৬২ কোটি ২৪ লাখ টাকা কম।

সাপ্তাহিক লেনদেনে ডিএসইতে ২০১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১৫০টির কমেছে, এবং ৪৬টি অপরিবর্তিত ছিল। সিএসইতে ১৬২টি কোম্পানির দাম বেড়েছে, ১১৩টির কমেছে, এবং ২৫টি অপরিবর্তিত ছিল।

ডিএসইতে বাজার মূলধনের উল্লেখযোগ্য বৃদ্ধি এবং সূচকের উত্থান দেশের পুঁজিবাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত। তবে সিএসইতে লেনদেন কমে যাওয়া বিনিয়োগকারীদের জন্য চিন্তার কারণ হতে পারে।

Header Ad
Header Ad

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু, চঞ্চল চৌধুরী ও রিপন হোসেন, নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বরাব এলাকায়।

এলাকাবাসীর তথ্য অনুযায়ী, চঞ্চল ও রিপন কোনাবাড়ি থেকে বরাব গ্রামে যাওয়ার পথে বরাব খোলাপাড়া রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই বন্ধুর মরদেহ সংগ্রহ করেন। এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, "ঘটনাটি সম্পর্কে আমি এখনও অবগত নই। বিষয়টি রেল পুলিশ তদন্ত করবে। আমরা খোঁজ নিচ্ছি।"

Header Ad
Header Ad

ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস

ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য এবং মিথ্যা খবর রোধে উদ্যোগ নেওয়ার জন্য মেটার প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, “সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু অলিগার্ক এবং রাজনীতিবিদ তাদের শাসনামলে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার করেছে। এই গোষ্ঠী এখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারে ব্যাপক অর্থব্যয় করছে।”

এ প্রসঙ্গে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিক ক্লেগ জানান, ফেসবুক বাংলাদেশে ফ্যাক্ট-চেকিং এবং ডিজিটাল যাচাইকরণ কার্যক্রম চালিয়ে যাবে। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বে জনসংখ্যার দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ এবং এখানে ফ্যাক্ট-চেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

নিক ক্লেগ আরও উল্লেখ করেন যে, মেটা যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম সীমিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাংলাদেশ এবং ইউরোপের দেশগুলোর জন্য প্রযোজ্য হবে না।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় সুইজারল্যান্ডের দাভোসে স্যার নিক ক্লেগের সঙ্গে বৈঠকে ড. ইউনূস ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

এ ধরনের পদক্ষেপ মিথ্যা তথ্য মোকাবিলা ও ডিজিটাল সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশাবাদী বিশ্লেষকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ডিএসই’র বাজার মূলধন বাড়ল ৩৬৪৭ কোটি টাকা
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস
কুয়াশায় ঢেকেছে রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা
গভীর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক
আরাফাত রহমান কোকোর আজ দশম মৃত্যুবার্ষিকী
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী: ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আহ্বান
ইসলামের আলোকে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ: মাওলানা মামুনুল হক
একসঙ্গে বিয়ের পিড়িতে বসলেন ২০০ সমকামী
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে ফিরে আসবে: নুরুল হক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
বাফুফের অনুষ্ঠানে মধ্যমণি ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা
উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে: আসিফ
‌‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান
সালমান এফ রহমানের সাথে সংশ্লিষ্ট ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ
আঁতাতের মাধ্যমে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : হাসনাত আব্দুল্লাহ
দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে: সেলিমা রহমান
মির্জা ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন নাহিদ ইসলাম