আরাফাত রহমান কোকোর আজ দশম মৃত্যুবার্ষিকী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী। ছবি: সংগৃহীত
আজ (২৪ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় বিএনপির নেতারা বনানীতে তার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করবেন। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং বিকেলে গুলশানে দলীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া লন্ডনে বাদ আসর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আরাফাত রহমান কোকো তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হলেও তিনি রাজনীতির চেয়ে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে বেশি আগ্রহী ছিলেন।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেফতার হন এবং ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসার জন্য যান। মালয়েশিয়ায় অবস্থানকালে ২০১৫ সালে তার আকস্মিক মৃত্যু বিএনপি ও পরিবারের জন্য ছিল এক গভীর শোকের দিন। তার স্ত্রী শামিলা রহমান সিঁথি ও দুই কন্যা জাফিয়া রহমান এবং জাহিয়া রহমান বর্তমানে লন্ডনে বসবাস করছেন।
আরাফাত রহমান কোকোর মৃত্যু তার পরিবার এবং দলের জন্য এক গভীর শোকের স্মৃতি হয়ে রয়েছে। তার আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।