শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে না পারার পাশাপাশি বাজার সিন্ডিকেট দমনে সরকারের অক্ষমতাও চরম আকার ধারণ করেছে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সেখানে জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ বা সস, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান-ডিটারজেন্ট পাউডার, মিষ্টি, চপ্পলের ওপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে আরও চাপে ফেলবে।

ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতীমূলক উল্লেখ করে তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসা-বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এখনও লোকসান কাটিয়ে উঠতে পারেননি ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীমূলক। এ ধরনের কর এমন এক সময়ে বাড়ানো হলো, যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান।

Header Ad
Header Ad

হরমুজ ঘেষে ইরানের রাজধানী স্থানান্তর, বিশ্ব-রাজনীতি হাতের মুঠে নিতে যাচ্ছে ইরান?

ছবিঃ সংগৃহীত

ইরানের রাজধানী তেহরান থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন রাজধানী হবে উপকূলীয় মাক্রান অঞ্চলে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।

ইরানের বর্তমান রাজধানী তেহরান।

 

ফাতেমেহ মোহাজেরানি জানান, তেহরানে জনসংখ্যা, পানি ও বিদ্যুতের চাপ বেড়ে গেছে। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, মাক্রানে রাজধানী স্থানান্তর করা হলে ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে লাভবান হবে। ইতিমধ্যে রাজধানী স্থানান্তরের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

সিস্তান ও বালিস্তান প্রদেশ। এই প্রদেশের একটি অঞ্চলের নাম মাক্রান। 

 

ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমসের খবর অনুযায়ী, তেহরানে পরিবেশগত চাপ, জনসংখ্যা, পানি ও বিদ্যুৎ সংকট প্রতিদিনের সঙ্গী। তাই রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। উপকূলীয় মাক্রান অঞ্চলে রাজধানী হলে কৌশলগত ও অর্থনৈতিক সুফল পাবে ইরান।

ফাতেমেহ মোহাজেরানি বলেন, মাক্রানে অবশ্যই আমাদের নতুন রাজধানী হবে। এতে আমাদের দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটবে। এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। এ বিষয়ে শিক্ষাবিদ, অভিজাত ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ, প্রকৌশলী, সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদদের সহযোগিতা চেয়েছি।

অবশ্য প্রায় তিন দশক আগেই তেহরান থেকে রাজধানী স্থানান্তরের আলোচনা শুরু হয়। ২০১০ সালেও এ বিষয়ে আলোচনা উঠেছিল। পরিবেশগত ঝুঁকির কারণেই এই আলোচনার শুরু হয়।

মাক্রান অঞ্চলটি সিসস্তান ও বালিস্তান প্রদেশে অবস্থিত। যা হরমুজ প্রণালীর ঘেষা। এই প্রণালীতে বিশ্ব বানিজ্যের ৬০ শতাংশ তেলবাহী জাহাজ চলাচল করে। ইরান যদি কৌশলগত কারণে এই মাক্রান অঞ্চলে রাজধানী স্থানান্তর করে তাহলে বিশ্ব বানিজ্য অনেকটাই নিজেদের কবজায় নিয়ে আসতে পারবে ইরান। যা ইরানের জন্য একটি বড় মাইলফলক হবে।

ইরান সরকারের মুখপাত্র বলেন, আমাদের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নতুন নয়। তিন দশক ধরে এই আলোচনা চলছে। তেহরান প্রদেশে জনসংখ্যার ঘনত্ব বেড়েছে। প্রদেশটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। এখানে পানিরও তীব্র সংকট। এসব কারণেই আমরা রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

Header Ad
Header Ad

‘শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না’

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: সংগৃহীত

শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না। তারা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাচ্চাদের পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। শিক্ষায় গুণগতমান বৃদ্ধিতে কাজ করছে সরকার। সে লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

তিনি আরো বলেন, শিশুদের মানসিক বিকাশে শুধু বইয়ের ওপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয়। সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়া দরকার। এজন্য শিক্ষক অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার।

এ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহের পরিচালক ফরিদ আহমেদ, উপ-পরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

Header Ad
Header Ad

২৪ বছর বয়সেই ফুটবল ক্লাবের মালিক হচ্ছেন ভিনিসিয়ুস!

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়র মাত্র ২৪ বছর বয়সেই একটি ক্লাবের মালিক। কথাটি শুনে অবাক হলেন? তবে এ কথাই সত্য। বর্তমানে এই আলোচিত ফুটবলার পর্তুগালে ফুটবলের একটি ক্লাব কেনার কথা ভাবছেন।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, এর মধ্যে একটি ক্লাব কিনতে আলোচনা শুরু করে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর এই প্রচেষ্টায় একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও পাশে আছে।

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে ভিনিসিয়ুস এখন রিয়ালের সঙ্গে সৌদি আরবে। সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। জেদ্দায় আগামীকাল রাত একটায় ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। ইএসপিএন জানিয়েছে, ব্যবসায়িক চিন্তাভাবনায় বৈচিত্র্য আনতে অবসর–পরবর্তী জীবন মাথায় রেখে ক্লাব কেনার কথা ভাবছেন ভিনি। তবে গ্লোবো জানিয়েছে, এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। ভিনিসিয়ুস ঠিক কোন ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন, সেটাও নিশ্চিত করে জানা যায়নি।

তবে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলভেরকা ক্লাব কেনার বিষয়ে সম্ভবত দর-কষাকষি চালিয়ে যাচ্ছেন ভিনি। পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত আলভেরকা দো রিবাতেয়ো শহরে অবস্থিত ক্লাবটি। পর্তুগালের দ্বিতীয় বিভাগ লিগ টেবিলের এখন আটে রয়েছে আলভেরকা।
পর্তুগালের সংবাদমাধ্যম ‘রেকর্ড’–এর সূত্র ধরে এই খবর জানিয়েছে ফোর্বস। পর্তুগিজ সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুই পক্ষের চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। ক্লাবটি কিনতে ভিনি নাকি ১ কোটি ২ লাখ ৫০ হাজার ডলারের (বাংলাদেশি টাকায় প্রায় ১২২ কোটি ৫৫ লাখ টাকা) প্রস্তাব রেখেছেন আলোচনার টেবিলে।

ফোর্বসের হিসাবে এ বছর ৫ কোটি ৫০ লাখ ডলার আয় করবেন ভিনি। বেতন হিসেবে পাবেন ৪ কোটি ডলার এবং তার পাশাপাশি আরও দেড় কোটি ডলার পাবেন বিভিন্ন স্পনসর চুক্তি থেকে। ২০২৪ সালে ফোর্বসের সর্বোচ্চ আয় করা ফুটবল তারকাদের মধ্যে সাতে ছিলেন ভিনি।

গ্যাটোরেড, পেপসি, ইউনিলিভারের সঙ্গে ভিনির ব্যক্তিগত কিছু স্পনসর আছে। এ ছাড়া ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে তাঁর। এবারের ফিফা ‘বেস্ট’জয়ী ভিনি আইনি লড়াইয়ের পর নাইকির সঙ্গে নতুন এক চুক্তি করেছেন, যার অধীন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় অন্যতম হাই-প্রোফাইল তারকাও তিনি। যুক্তরাষ্ট্রের বিনোদন প্রতিষ্ঠান রক নেশন ভিনিসিয়ুসের এজেন্ট। এনবিএ এবং এনএফএলের মতো অন্যান্য খেলার ভুবনের তারকাদের সঙ্গেও ভালো যোগাযোগ রয়েছে তাঁর। ব্রাজিলে ভিনিসিয়ুস জুনিয়র ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান আছে ভিনির। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক বিভিন্ন সেবামূলক খাতে তিনি বিনিয়োগ করেন।

পর্তুগালের দ্বিতীয় বিভাগ ফুটবলে একটি ক্লাবের মালিকানায় একজন ব্রাজিলিয়ানও আছেন। রডনি সাম্পাইয়ো পোর্তেমোনেনেসে এস.সি ক্লাবের মালিক। তবে ভিনিসিয়ুস ক্লাব কিনলে খেলা চালিয়ে যাওয়া অবস্থায় ক্লাবের মালিক বনে যাওয়া প্রথম খেলোয়াড় হবেন না তিনি। চেলসির হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগজয়ী এবং সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের ফরাসি তারকা এনগোলো কান্তে বেলজিয়ামের তৃতীয় বিভাগের ক্লাব রয়্যাল এক্সকেলেসিওর ভিরতোঁর মালিক। গত বছর জুলাইয়ে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল কাঁর বেশির ভাগ শেয়ার কিনে নেন ভিনির ক্লাব–সতীর্থ ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হরমুজ ঘেষে ইরানের রাজধানী স্থানান্তর, বিশ্ব-রাজনীতি হাতের মুঠে নিতে যাচ্ছে ইরান?
‘শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না’
২৪ বছর বয়সেই ফুটবল ক্লাবের মালিক হচ্ছেন ভিনিসিয়ুস!
অন্তর্বর্তী সরকার মানুষের কথা বোঝে না: মান্না  
বিসিএসে বাদ পড়া ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো: শফিকুল আলম
খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক  
মেস থেকে রুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মক্কায় এসেছি, তবুও বাজে মন্তব্য করছে মানুষ: নিলয়
যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিয়েছে নেতানিয়াহু: হামাস  
নিক্সন চৌধুরীকে গ্রেফতারের গুঞ্জন, যা জানা গেল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: রিজভী
নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে: পররাষ্ট্র উপদেষ্টা  
ময়মনসিংহে মাজার ভাঙচুর ও কাওয়ালিতে হামলার ঘটনায় মামলা  
বিএনপি সংস্কার ও দ্রুত নির্বাচন দুটোই চায়: মির্জা ফখরুল
ঢাকায় পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন মার্কিন রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন
তামিমের বিদায়ে যা বললেন মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য
আওয়ামী লীগের পলাতক নেতার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজ
সুশাসন প্রতিষ্ঠার কারণে দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর
আ.লীগ নির্বাচন করতে পারবে কি না, তা সময় বলে দেবে: সিইসি