ভারত ভিসা বন্ধ করে আমাদের উপকার করেছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
ভারত বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করায় এটি দেশের জন্য লাভজনক হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভিসা বন্ধ হওয়ায় ডলার পাচারের প্রবণতা কমবে এবং সেই অর্থ দেশের অভ্যন্তরে থাকবে।
রোববার (৮ ডিসেম্বর) নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, “ভারতের ভিসা বন্ধ হওয়া আমাদের জন্য আশীর্বাদ। আগে ভারত ভ্রমণ ও বিভিন্ন কাজে প্রচুর অর্থ ব্যয় হতো। এখন সেই অর্থ দেশের ভেতরে থাকবে। এছাড়া, ভারত যদি ভোগ্যপণ্য সরবরাহ বন্ধ করে, তবে আমাদের মানুষ আরও পরিশ্রম করে নিজস্ব উৎপাদন বাড়াবে। এতে দেশের রিজার্ভ শক্তিশালী হবে। সবমিলিয়ে এটি বাংলাদেশের জন্য মঙ্গলজনক।”
ভারতের বর্তমান অবস্থান সম্পর্কে মন্তব্য করে রিজভী বলেন, “ভারতের মন ভালো নেই। কারণ, তাদের সঙ্গে ভুটান ও নেপালের মতো প্রতিবেশীরাও আর নেই। তাদের সঙ্গে কেউ দীর্ঘস্থায়ী বন্ধুত্ব করতে পারে না। এখন তারা বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।”
সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, “ভারত সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তবে এটি আমাদের জন্য ইতিবাচক। সীমান্ত দিয়ে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য প্রবেশ বন্ধ হয়েছে। এতে দেশের তরুণ সমাজ আরও নিরাপদ থাকবে।”
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা যদি চট্টগ্রাম নিয়ে দাবি করেন, তবে আমরা সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করব। কারণ, আমরা দুর্বল নই। আমাদের সেনাবাহিনী শক্তিশালী। ১৮ কোটি মানুষ একসঙ্গে দেশের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।”
রিজভীর মতে, এই পরিস্থিতি থেকে বাংলাদেশের উপকৃত হওয়ার সুযোগ রয়েছে। জনগণকে জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধিতে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই পরিবর্তন আমাদের অর্থনীতি এবং সামাজিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।”