শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জিয়াউর রহমান ফাউন্ডেশনে নতুন নেতৃত্বে তারেক রহমান, ২৩ সদস্যের কমিটি গঠন

জিয়াউর রহমান ফাউন্ডেশনে নতুন নেতৃত্বে তারেক রহমান, ২৩ সদস্যের কমিটি গঠন। ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস সম্প্রতি ২৩ সদস্যের নতুন কমিটি গঠন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়েছেন এই কমিটির প্রেসিডেন্ট।

ডা. জুবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে ৭ জন সদস্যকে।

গত ৯ নভেম্বর তারেক রহমানের অনুমোদিত এই নতুন কমিটিতে চিকিৎসক, কৃষিবিদ, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, এবং সাংবাদিক পেশার বিভিন্ন জাতীয়তাবাদী নেতৃবৃন্দ স্থান পেয়েছেন। বোর্ডের অন্য সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো— অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, প্রকৌশলী মো. মাহবুব আলম, ব্যারিস্টার জাইমা রহমান, এবং সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান।

উপদেষ্টা পরিষদে আছেন— ডা. এ.এস. হায়দার পারভেজ, অধ্যাপক ডা. হারুণ আল রশিদ, কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, এবং প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ।

জিয়াউর রহমান ফাউন্ডেশন, একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ১৯৯৯ সালে তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ১৮৬০ সালের সোসাইটি অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত এই সংগঠনটি দেশের দারিদ্র্যপীড়িত ও অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনটি ইতিমধ্যে স্বাস্থ্য, শিক্ষা, এবং কৃষি খাতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে সম্পন্ন করে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ফাউন্ডেশনের প্রথম উল্লেখযোগ্য উদ্যোগ ছিল ২০০০ সালের ১লা বৈশাখে খুলনা জেলার দীঘলিয়া ও রূপসা থানায় আয়োজন করা স্বাস্থ্য মেলা। সংগঠনটি “একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা” এই স্লোগানে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Header Ad
Header Ad

জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রাকালে তাকে ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট অফলোড করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “বিমানের লন্ডনগামী ফ্লাইটের আগে তার পাসপোর্ট অফলোড করা হয়। পরে তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন।”

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ছবি: সংগৃহীত

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির ভিত্তিতে তাকে ইমিগ্রেশন পুলিশ বিমান থেকে নামিয়ে দেয়। সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, “নাসরিন আক্তার নিপুণকে আটক বা গ্রেফতার করা হয়নি, কেবল জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিপুণ গণমাধ্যম থেকে দূরে ছিলেন। বিভিন্ন মহলে গুঞ্জন ছিল, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকায় তিনি গ্রেফতার আতঙ্কে দেশ ছেড়েছেন। তবে তার লন্ডনগামী ফ্লাইট বাতিলের ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Header Ad
Header Ad

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগে এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

আটককৃত শিক্ষার্থীর নাম আশরাফুজ্জামান নূর রিজভী। তিনি বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের ছাত্র।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেঘনা ভবনের দ্বিতীয় তলার ওয়াশরুমে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে তিনি ভিডিও ধারণ করছিলেন। সন্দেহ হলে নারী শিক্ষার্থীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। অভিযুক্তের মোবাইল তল্লাশি করে সেখানে ধারণকৃত কিছু অশ্লীল ভিডিও পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিজভী ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেন। তবে শিক্ষার্থীদের চাপ ও উত্তেজনার মুখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে মারধর করা হয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Header Ad
Header Ad

বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল

নায়িকা নিপুণ। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (১০ জানুয়ারি) চিত্রনায়িকা নিপুণ আটক হয়েছেন এবং তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। বাংলাদেশ বিমানের একটি লন্ডনগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্টসহ অন্যান্য নথি পরীক্ষা-নিরীক্ষার পর তার লন্ডনগামী ফ্লাইটটি বাতিল করা হয়। তবে এনএসআই কী কারণে আপত্তি তুলেছে, তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, "এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।"

 

বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের খবরে শোবিজ অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নিপুণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও নিপুণ বিভিন্ন বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পেশাগত ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা
টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত
আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি
পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট
বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি
টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
পুড়ে ছাই হাজারো বাড়ি­-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা
রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল