আওয়ামী লীগের তৈরি আইনেই ছাত্রলীগ নিষিদ্ধ: ছাত্রদল সভাপতি
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত
বিগত ১৫ বছর ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও নির্যাতন চালানোর অভিযোগে অন্তর্বর্তী সরকার এবার সংগঠনটিকে নিষিদ্ধ করেছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্রসঙ্গে বলেন, "আওয়ামী লীগ ২০০৯ সালে নিজেরাই তৈরি করেছিল সন্ত্রাসবিরোধী আইন। কিন্তু এখন সেই আইনেই তাদের নিজেদের সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের মুখে পড়েছে।"
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে পর্যটন শহর কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে লিফলেট বিতরণের সময় এ কথা বলেন রাকিব।
তিনি আরও বলেন, "ছাত্রদল আর শোডাউনের রাজনীতিতে নেই, এখন থেকে ব্যানার, ফেস্টুন ও আধিপত্য বিস্তারমুখী রাজনীতিতে আমাদের আস্থা নেই। আমরা নতুন ধারার রাজনীতির মাধ্যমে বিভীষিকাময় রাজনৈতিক পরিস্থিতি পাল্টে দিতে চাই। দীর্ঘ ১৫ বছর নির্যাতনের শিকার হয়েও যারা রাজপথ ছাড়েনি, তাদের যথাযথ মূল্যায়ন করবে ছাত্রদল।"
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, শাকির আহমেদ, এইচ এম আবু জাফর; যুগ্ম সম্পাদক এম এম মাসুদ, আবদুল জলিল আমিনুল, রিয়াজ আনোয়ার হোসেন; সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান, আনিচুর রহমান, রিয়াজ হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন এবং সাবেক গণসংযোগ সম্পাদক ফিরোজ আলমসহ আরও অনেকে। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী এবং সদস্যসচিব জাকারিয়া হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচির মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রতিমূলক রাষ্ট্রসত্তা এবং জাতীয় সমন্বয় কমিশন গঠনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে দলটি।