সরকারকে সন্দেহের চোখে দেখছে জনগণ: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
নির্বাচনের সময়সীমা নিয়ে গড়িমসি করায় অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ সন্দেহের চোখে দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (২৩ অক্টোবর) ঢাকার ডেমরায় শহীদ পরিবারের সঙ্গে "আমরা বিএনপি পরিবার"-এর প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “আপনারা সংস্কার করছেন, সেটা ভালো। কিন্তু নির্বাচন কবে হবে, তা বলতে কেন এত সংশয়? গণতন্ত্রের মূল শর্ত হলো স্বচ্ছতা। জনগণ সবকিছু স্পষ্টভাবে জানতে চায়। মানুষ এখন সন্দেহ করছে, কারণ আপনারা সময়সীমা নিয়ে গড়িমসি করছেন।"
তিনি আরও বলেন, “নির্বাচন এমন হতে হবে যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে, যেখানে জনগণ নির্ধারণ করবে কোন দলকে তারা ক্ষমতায় আনবে।"
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনুস একজন সম্মানিত ব্যক্তি। তিনি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সম্মান এনেছেন। কিন্তু আপনাদের প্রথম কাজ হবে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা। বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে নিম্ন আয়ের মানুষ ঠিকমতো খেতে পারে। শুল্ক কমিয়েছেন, কিন্তু বাজারে এর কোনো প্রভাব নেই। চিনি, ভোজ্যতেল, পেঁয়াজের দাম কমেনি। এই সমস্যার মূল কারণ হলো সিন্ডিকেট, এবং এই আওয়ামী সিন্ডিকেটদের আইনের আওতায় এনে বাজার নিয়ন্ত্রণ করুন। না হলে জনগণের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে রিজভী বলেন, “তিনি ক্ষমতা ধরে রাখতে সব ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন। দেশের সন্ত্রাসী ও অপরাধীদের বিচার করেননি, অথচ যারা তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের কারাগারে পাঠিয়েছেন। স্বাধীন মতামত প্রকাশ করায় সোশ্যাল মিডিয়ায় ব্লগারদেরও গ্রেপ্তার করেছেন।"
রিজভী আরও বলেন, "শেখ হাসিনা জানেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তিনি জয়ী হতে পারবেন না। তাই তিনি ভোটের নামে প্রহসন করেছেন। আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন করেছে, তাদের অনুগত দলগুলোকে বিরোধীদল বানিয়ে রেখেছে।"
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ তাদের ফেরাউনি শাসন কায়েম করতে চায়, কিন্তু বাংলাদেশে তাদের সেই সময় আর ফিরে আসবে না। জনগণ আর তাদের হরিলুটের রাজত্ব সহ্য করবে না।"
এ সময় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যেমন প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সাংবাদিক আতিকুর রহমান রুমন, তানভির আহমেদ রবিন, আমিনুল ইসলাম, আরিফুর রহমান তুষার এবং জাকির হোসেন প্রমুখ।