অন্তর্বর্তী সরকারকে গণমুখী হতে হবে: তারেক রহমান
বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "ফ্যাসিবাদী আওয়ামী লীগের মাফিয়া ও দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে অন্তর্বর্তী সরকারের কোনো উদ্যোগই সফল হবে না।" তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারকে আরও গণমুখী হতে হবে, নতুবা প্রত্যাশিত গণতন্ত্রে উত্তরণ ব্যাহত হতে পারে।"
শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, "স্বৈরাচার সরকারের সুবিধাভোগীরা প্রশাসনের মধ্যে থেকে সরকারকে ব্যর্থ করে দিতে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিষবৃক্ষ উপড়ে না ফেললে ছাত্র-জনতার বিপ্লবের অর্জন বিপন্ন হবে।"
আলোচনা সভায় উপস্থিত ছিলেন তার স্ত্রী এবং জেডআরএফ-এর ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা ডা. জুবাইদা রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
তারেক রহমান বলেন, "নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি বর্তমানে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের জন্য দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে। সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সিন্ডিকেট ভাঙতে হলে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর প্রয়োজন।"
তারেক রহমান আরও বলেন, "সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার কার্যকর হবে না।" তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য।
অনুষ্ঠানে বিএনপি ও পেশাজীবী নেতৃবৃন্দসহ চিকিৎসক, প্রকৌশলী এবং সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।