প্রশাসনে থাকা স্বৈরাচারের কীটপতঙ্গরা দেশকে বিপজ্জনক পরিস্থিতিতে নেবে: রিজভী
ছবি: সংগৃহীত
পতিত স্বৈরাচারের কীটপতঙ্গ প্রশাসনের মধ্যে থাকলে দেশকে তারা বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “এই সরকারের প্রশাসনে তো রন্ধ্রে রন্ধ্রে পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে। তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে। প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচাইতে বড় মেশিন, সবচাইতে বড় যন্ত্র। সেই যন্ত্র যদি নিশ্চল থাকে, ঠিকমতো কাজ না করে তাহলে তো জনগণের ক্ষোভ গিয়ে সরকারের ওপর পড়বে। কিন্তু এই ঘাপটি মারা যারা স্বৈরাচারের লোক ভিতরে রয়েছে তারা তো কিছু বুঝতে দেবে না। প্রশাসনে ঘাপটি মেরে থাকা এই স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চাইছে, তার তো প্রমাণ প্রতিদিনই পাচ্ছেন।”
তিনি বলেন, “লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি আবু সাঈদের মতো মহিমান্বিত আত্মদানকারী তরুণ যে নিজের জীবন দিয়েছেন; বুক চিতিয়ে হাসিনার পুলিশের গুলি বরণ করেছেন, সেই সাহসী বীরকে বলছে সন্ত্রাসী! তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী! তারাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি এই ঔদ্ধত্য যদি প্রকাশ করতে পারে তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে, বিচারালয় থেকে শুরু করে, প্রত্যন্ত অঞ্চলে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণআন্দোলনের সরকারকে ব্যর্থ করবে–সেটা তো আমরা প্রত্যেকেই জানি। সুতরাং নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির মতো মানুষদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
ডেঙ্গু মোকাবেলায় টাস্কফোর্স গঠন করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, “দেখছি, দেখব এইভাবে মহামারি মোকাবেলা করা যায় না। প্রত্যেকটি হাসপাতাল-ক্লিনিকে ডেঙ্গুর বেড এবং সরঞ্জাম থাকতে হবে। এটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটা টাস্কফোর্স গঠন করে দ্রুতগতিতে কোন হাসপাতালে ডেঙ্গুর সরঞ্জাম নেই, ওষুধপত্র নেই, রোগীরা আশ্রয় পাচ্ছে কি পাচ্ছে না এটা তাদের দেখতে হবে। কোনো ডেঙ্গু রোগী যেন হাসপাতাল থেকে ফিরে না আসে, তারা যেন সুচিকিৎসা পায় সেই বিষয়টি দেখতে হবে। ডেঙ্গু শুধু ঢাকাতে নয় সারাদেশেই ছড়াচ্ছে। সুতরাং ডেঙ্গু মোকাবেলায় মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কর্মতৎপরতা দেখতে চায়।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “সচিবালয়ে যারা প্রমোশন পেয়ে বড় কর্মকর্তা হচ্ছেন তারা যদি মনে করেন এতদিন ভাগ- বাটোয়ারা থেকে বঞ্চিত ছিলেন, এখন যা ইচ্ছা তাই করবেন তাহলে ভুল করবেন। আপনাদের অবস্থাও স্বৈরাচারের দোসরদের মতো হবে।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “বিদেশে পাচার করা কালো টাকার ক্ষমতায় দেশকে অস্থির করার চেষ্টা করছে আওয়ামী লীগ। সিঙ্গাপুরে লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে শেখ হাসিনাপুত্র জয়।”
এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান।