সরকার এখন বলবে লেবুর বদলে কামরাঙ্গার জুস খান: রিজভী
মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারটি লেবুর দাম এখন ৮০ টাকা। আওয়ামী লীগ সরকার বেগুনির বদলে কুমড়া খেতে বলেছিল, কাঁঠালের বার্গার খেতে বলেছিল। এখন হয়তো বলতে পারে লেবুর দাম বেশি, সবাই জলপাইয়ের জুস খান অথবা কামরাঙ্গার জুস খান।
শনিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির এর মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।
রিজভী বলেন, সরকারের লোকদের অঢেল টাকা, বিদেশে বাড়ি কিনেছেন। আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠেছে। তাদের তো এই রমজানে ছোলা, আঙ্গুর, বেসন, সয়াবিন তেল কিনতে অসুবিধা নেই। কিন্তু আবার পরামর্শ দেন, তামাশার মাত্রা কত! বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করা যাবে না, আবার সেটি করে তারা থেমে যায়নি। তারপর ছাত্রলীগ দিয়ে আবার হামলা চালাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্মীয় অনুষ্ঠান রক্তাক্ত করছে ছাত্রলীগ মন্তব্য করে তিনি বলেন, আমরা কিন্তু বুঝতে পারি। আমরা আর মামুদের নির্বাচন করেছেন। যাদের আশীর্বাদে ডামি আর আমির নির্বাচন করেছেন। যাদের পৃষ্টপোষকতায় আপনি প্রধানমন্ত্রী। সেই প্রভুদের খুশি করা জন্য আপনি প্রধানমন্ত্রী ইফতার পার্টি বন্ধের নির্দেশ দিয়েছেন। ছাত্রলীগকে দিয়ে সেখানে আক্রমন করাচ্ছেন।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ অনেকে।