সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবারও সিসিইউ-তে নেয়া হয়েছে

ফাইল ছবি
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আবারও কেবিন থেকে সিসিইউ-তে নেয়া হয়েছে।
শনিবার রাত ৯টা ১০ মিনিটে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়।
এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ও বেগম জিয়ার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান শিথী উপস্থিত ছিলেন।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিডনি, ফুসফুস, হৃদরোগ, লিভারের জটিলতায় ভুগছেন।
চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন।
