মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।
রবিবার (১৬ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা করা হয়েছে এ বৈঠকে।
আগামী নির্বাচন ও নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার ও সরকার প্রধান মুখে এক ধরনের কথা বলে কিন্তু কার্যক্রমে ভিন্নতা এই বিষয়টিও বিএনপি প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেছেন বলে জানা যায়।
পক্ষান্তরে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে একটি সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সকল রাজনৈতিক দলকে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে তাগিদ দেন।
এমএইচ/এমএমএ/
