শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর প্রতি বিএনপির শ্রদ্ধা
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে ডা. জাফরুল্লাহর মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
শ্রদ্ধা জানানো শেষে শোক বই এ সাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জাফরুল্লাহ চৌধুরী। তার বয়স হয়েছিল ৮১ বছর।
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এসএন