‘বিদ্যুতের দাম বাড়ানো বেআইনি’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিদ্যুৎয়ের দাম আবারও বাড়ানো বেআইনি ও গণবিরোধী সিদ্ধান্ত। আইএমএফ এর শর্ত পূরণ করতেই বিদ্যুৎ এর দাম বাড়ানো হয়েছে। এর ফলে দ্রব্যমূল্যের জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে।
বুধবার (১ মার্চ) রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সুষ্ঠু নির্বাচন দিয়ে সরকার কে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার দেশে বিভাজনের রাজনীতি করছে। উন্নয়নের কথা বললেও জনগণ থেকে প্রত্যাখাত হওয়ার ভয়ে সরকার সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। আমাদের স্পষ্ট কথা সরকারকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দিতে হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।
মঈন খান বলেন, টাকা লুট করে বিদেশে পাচার করা হচ্ছে মেগা প্রজেক্ট এর নামে মেগা দুর্নীতি করা হচ্ছে। দেশে অর্থনৈতিক লুটপাট এবং মানবাধিকার হরণ হচ্ছে, গুম হচ্ছে খুন হচ্ছে। এই দেশের সরকারের বিরুদ্ধে কথা বললে বলা হয় রাষ্ট্রবিরোধী কথা অথচ সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধী দলের দায়িত্ব। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধি করা হচ্ছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আইএমএফ ভিক্ষা দিয়েছে অথচ অনির্বাচিত সরকার বলছে আইএমএফ নাকি সন্তুষ্ট হয়ে টাকা দিয়েছে।
আরএ/
