অনুমতি না দিলে নয়াপল্টনেই অবস্থান করব: শহীদ উদ্দিন
বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ১০ ডিসেম্বর আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাই না, এটা অনিরাপদ। সোহরাওয়ার্দী উদ্যান এখন আর মাঠ নেই, পার্কে পরিণত। সোহরাওয়ার্দী উদ্যানে অনেক ষড়যন্ত্র লুকায়িত রয়েছে। আমরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাই।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে উপস্থিত সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন ছাত্রদলের সাবেক এই সভাপতি।
সড়ক বন্ধ রেখে কোনো প্রকার সমাবেশ করতে দেওয়া হবে না বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দেওয়া বক্তব্য প্রতিক্রিয়ায় শহীদ উদ্দিন চৌধুরী বলেন, দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতীতে আমরা অনেক সভা সমাবেশ করেছি শান্তিপূর্ণভাবে। সড়ক ছাড়া কোথায় করব? আমরা রাজপথের লোক রাজপথেই করব? ইনশাল্লাহ তারা দিতে বাধ্য হবেন, তা না হলে এর দায়ভার সম্পূর্ণ তাদেরই নিতে হবে।
তিনি বলেন, আমরা আশা করছি উনাদের শুভ বুদ্ধির উদয় হবে। আন্তরিক হয়ে আমাদের নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে অথবা আমাদের পরবর্তী নির্ধারিত স্থান আরামবাগে সমাবেশ করার অনুমতি দেবেন। রাজপথে অনুমতি দেবেন না তো কোথায় দেবেন? এক হচ্ছে ছুটির দিন, অন্যদিকে আরামবাগে আমরা যে নির্দিষ্ট স্থানে কথা বলেছি সেটা বলতে গেলে একটা ডেট রোড। সেখানে দিলে অসুবিধা তো নেই। উনারা বারবার আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলছেন অথচ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য আবেদন করিনি, বলিনি।
শহীদ উদ্দিন বলেন, আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পাইনি আশা করছি যে কোনো সময় উনারা আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন, আমাদের জানাবেন আমরা প্রস্তুত আছি।
যদি বিএনপির কাঙ্ক্ষিত স্থানে সমাবেশের জন্য অনুমতি না দেওয়া হয় সে ক্ষেত্রে কী করবেন এমন প্রশ্নে তিনি বলেন, অনুমতির জন্য আমরা একাধিকবার যোগাযোগ করেছি সাক্ষাৎ করেছি। না দেওয়ার কোনো কারণ দেখি না। যদি অনুমতি না দেয় সে ক্ষেত্রে আমরা নয়াপল্টনেই অবস্থান করব। এর বিকল্প কিছু দেখছি না। কারণ সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ সেখানে আমরা সমাবেশ করব না।
এমএইচ/আরএ/