লিফলেট বিতরণকালে ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষ, ২ বিএনপি কর্মী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপির বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণকালে ছাত্রলীগের হামলায় আহত দুই কর্মীকে ঢাকা মেডিকেলে কলেজে (ঢামেক) চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) বিকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এরপর আহত মনির (৩১) ও রকি (২৭) কে সূত্রাপুর থানায় আটক দেখানো হয়।
ছাত্রলীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার সহকারী উপ-পরিদর্শক এসআই আবু নাঈম।
তিনি বলেন, এ ঘটনায় আহত বিএনপির দুই কর্মীকে চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
থানায় কেন নেওয়া হচ্ছে জানতে চাইলে এসআই আবু নাঈম বলেন, চিকিৎসা শেষে তাদের থানায় নেওয়া হচ্ছে। তারা আটক কিনা এ বিষয়ে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিবেন। তবে আপাতত আটক বলা যায়।
কেএম/এসআইএইচ
