যুবদল নেতা টুকুসহ ৭ জন রিমান্ডে
রাজধানীর পল্টন থানার নাশকতায় মামলায় গ্রেপ্তার জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৭ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৪ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন শুনানি শেষে এ রায় দেন।
রিমান্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- মোকলেছ মিয়া, মোশারফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন রানা ও আব্দুল্লাহ।
পুলিশের উপর হামলায় গত মে মাসের এক মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই বিজন কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
আসামিদের পক্ষের আইনজীবী বোরহান উদ্দিন, গোলাম মোস্তফা খান, খোরশেদ মিয়া আলম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু রিমান্ড মঞ্জুরের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের পক্ষের আইনজীবী বোরহান উদ্দিন বলেন, আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা আমাদের মক্কেলদের জামিন চাইলে আদালত এই আদেশ দেন।
উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শেষে ফেরার পথে ৩ ডিসেম্বর রাতে রাজধানীর আমিনবাজার থেকে সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়নকে আটক করা হয়। এরপর আদালতে সোর্পদ করে পুলিশ।
কেএম/এসজি