‘১০ তারিখের আগে হোক পরে হোক এ সরকার যাবে’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১০ ডিসেম্বর কী হবে? এ সরকার ১০ তারিখের আগেও যেতে পারে পরেও যেতে পারে। আসল কথা হচ্ছে এ সরকার থাকতে পারবে না। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। এই সরকারের অধীনে মানুষ আর কোনো কিছু প্রত্যাশা করে না। এটাই হচ্ছে এদেশের বর্তমান বাস্তবতা।
শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান বলেন, যদি এখনই সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি ৭০ এর নির্বাচনের চেয়ে বিপুল ভোটে জয়লাভ করবে। পাকিস্তান আমলে আওয়ামী লীগ জয়লাভ করলেও আওয়ামী লীগকে ক্ষমতা দেয়নি পাকিস্তানের সেই স্বৈরাচার সরকার। তার চেয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার আরও ভয়ংকর। একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার যোগ্যতায় এদের নেই। যাদের রাষ্ট্র ক্ষমতা থাকার কথা তারা এখন জেলে, না হলে নিখোঁজ। আর যাদের জেলে থাকার কথা তারা এখন রাষ্ট্র ক্ষমতায়।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে আমরা কোনো প্রত্যাশা করি না। তবে একটা কাজ করেন। সেই কাজটা করলে আপনার দলের সম্মান থাকবে দেশের মানুষের সম্মান থাকবে। কাজ একটাই এ সরকারের পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন তাহলে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হবে সব দায়ভার আওয়ামী লীগকে নিতে হবে। পদত্যাগ করেন নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করেন, এর বাইরে আপনাদের আর কোনো কাজ নেই।
কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের দ্বারা ৭ জন শহীদ হয়েছে। যে জাতি গণতন্ত্রের জন্য বুকের রক্ত দেওয়া শুরু করে সেই জাতিকে কখনো দাবিয়ে রাখা যায় না। আপনারা দেশবাসী ও বিএনপিকে আর দাবিয়ে রাখতে পারবেন না।
সভায় সভাপতিত্ব করেন, জিয়া পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস। আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
এসএন